ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

যে কোনো নতুন হামলার জবাব দিতে প্রস্তুত ইরান: আয়াতুল্লাহ খামেনি

যে কোনো নতুন হামলার জবাব দিতে প্রস্তুত ইরান: আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যদি আবার কোনো সামরিক হামলা চালানো হয়, তাহলে ইরান বড় জবাব দিতে প্রস্তুত রয়েছে।

আজ বুধবার (১৬ জুলাই) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

আয়াতুল্লাহ খামেনি বলেন, আমাদের জাতি যেভাবে যুক্তরাষ্ট্র ও তাদের একনিষ্ঠ অনুচর ইসরায়েলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত, তা অত্যন্ত প্রশংসনীয়।

গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, অভিযোগ করে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তবে তেহরান দাবি করে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।

খামেনি বলেন, ইরান যে ঘাঁটিতে আঘাত হেনেছে, তা ছিল একটি অত্যন্ত সংবেদনশীল মার্কিন ঘাঁটি। যদি প্রয়োজন হয়, আমরা আরও বড় ধাক্কা দিতে পারি যুক্তরাষ্ট্র ও অন্যদের।

তিনি উল্লেখ করেন, ইরান কাতারে অবস্থিত আল-উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, যা ছিল একটি বড় জবাব।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইউরোপের তিনটি গুরুত্বপূর্ণ দেশ আগস্টের শেষ নাগাদ পারমাণবিক চুক্তির জন্য একটি সময়সীমা নির্ধারণ করেছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেছেন, যদি এই সময়ের মধ্যে অগ্রগতি না হয়, তাহলে জাতিসংঘের ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমে আবারও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর হবে।

খামেনি বলেন, আমরা কূটনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই কখনোই দুর্বল অবস্থান থেকে কাজ করি না। বরং আমরা প্রস্তুতি ও পূর্ণ শক্তি নিয়ে অংশগ্রহণ করি।

তিনি আরও বলেন, কূটনীতিকদের উচিত হবে নির্দেশনা মেনে দৃঢ়ভাবে কাজ চালিয়ে যাওয়া, যদিও তিনি নির্দিষ্ট করে কিছু উল্লেখ করেননি।

এদিকে ইরানের পার্লামেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, যতক্ষণ না যুক্তরাষ্ট্র পূর্বশর্ত মানে, ততক্ষণ ইরানের পারমাণবিক আলোচনা শুরু করা উচিত নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববিদ্যালয়ে নারী লেখকদের বই পড়ানো নিষিদ্ধ করল তালিবান

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন