ভিডিও বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

১০ হাজার কয়েদিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা ইতালির

১০ হাজার কয়েদিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা ইতালির

কারাগারে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত বন্দি থাকায় ইতালি প্রায় ১০ হাজার বন্দিকে মুক্তি দিতে পারে, যা দেশটির কারাগারগুলোতে থাকা মোট বন্দির ১০ শতাংশ। ইতালির বিচার মন্ত্রণালয় মঙ্গলবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ১০ হাজার ১০৫ জন বন্দি সম্ভাব্যভাবে কারাগারের বিকল্প ব্যবস্থা পাওয়ার যোগ্য, যার মধ্যে রয়েছে গৃহবন্দি হিসেবে থাকা বা পর্যবেক্ষণাধীন মুক্তি পাওয়া।

যেসব বন্দি চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত হয়েছেন, আপিল করার সুযোগ নেই, সাজা ভোগের জন্য দুই বছরের কম সময় বাকি আছে, বা গত ১২ মাসে কোনো গুরুতর শাস্তিমূলক অপরাধের রেকর্ড নেই, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।

তবে সন্ত্রাসবাদ, সংঘটিত অপরাধ, ধর্ষণ, অভিবাসী পাচার ও অপহরণের মতো গুরুতর অপরাধের জন্য কারাদণ্ডপ্রাপ্তরা এ সুযোগ পাবে না। 

ওয়ার্ল্ড প্রিজন ব্রিফ ডাটাবেইস অনুসারে, ১২২ শতাংশ বন্দি নিয়ে ইতালি ইউরোপের কারাগারে বন্দির সংখ্যার রেকর্ডে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে। ১০০ শতাংশের ওপরে যেকোনো স্তর ইঙ্গিত দেয়, কারাগারগুলোতে তাদের সর্বোচ্চ ধারণক্ষমতার অধিক বন্দি রয়েছে। ইউরোপে কেবল সাইপ্রাস, ফ্রান্স ও তুরস্কের কারাগারে ধারণক্ষমতার বেশি বন্দি অবস্থান করছে।

আরও পড়ুন

ইতালিতে কারাগারে বন্দিদের আত্মহত্যার হার বৃদ্ধি ও শীতাতপ নিয়ন্ত্রণবিহীন কারাগারগুলোতে গ্রীষ্মে তাপমাত্রা বৃদ্ধির অভিযোগের পর বন্দিদের দুর্দশার বিষয়টি কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করেছে।

তবে বন্দিদের দ্রুত মুক্তি রাজনৈতিকভাবে সংবেদনশীল একটি পদক্ষেপ। বিচার মন্ত্রণালয় ইঙ্গিত দিয়েছে, এ কার্যক্রম রাতারাতি ঘটবে না। তারা জানিয়েছে, পৃথক মামলার সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে কারাগার ও প্যারোল বিচারকদের সঙ্গে যোগাযোগের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

টাস্কফোর্সটি প্রতি সপ্তাহে আলোচনা করবে ও সেপ্টেম্বরের মধ্যে তাদের কাজের প্রতিবেদন জমা দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ জুলাই জবিতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী

গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম এনসিপির

বগুড়ায় বউ-শাশুড়ীকে জবাই করে খুন

শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

‘চুপিচুপি’ উইনার্স মেডেল পকেটে ঢুকিয়ে ভাইরাল ট্রাম্প

দেশে ফিরেই কয়েক ঘন্টা বিশ্রাম শেষে স্টেজ শো’তে লিজা