ভিডিও বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

বাঙালিদের হেনস্তা'র প্রতিবাদে বৃষ্টি মাথায় নিয়েই মমতার মিছিল

বাঙালিদের হেনস্তা'র প্রতিবাদে বৃষ্টি মাথায় নিয়েই মমতার মিছিল

বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বললেই ‘বাংলাদেশি’ তকমা দেওয়া হচ্ছে, এমনকি বাংলাদেশে ‘পুশ ইন’ করা হচ্ছে।

এই অভিযোগে আজ বুধবার (১৬ জুলাই) কলকাতায় মেগা মিছিল করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কলকাতার বইপাড়া নামে পরিচিত কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে এই মিছিল পৌঁছায় কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে।

বিজেপিশাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছেন পশ্চিমবঙ্গের বাসিন্দারা। মূলত বাংলা ভাষায় কথা বলার জন্য সেই রাজ্যের পুলিশ বাংলাদেশি সন্দেহে তাদের আটক করে হেনস্থা করছেন এবং জোরপূর্বক বাংলাদেশে ‘পুশ ইন’ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা, মালদহ, উত্তর ২৪ পরগনার দেগঙ্গাসহ একাধিক জায়গায় বহু মানুষকে বাংলাদেশে পুশ ইন করতে উদ্যোগী হয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাদের আন্তর্জাতিক সীমান্ত থেকে রাজ্যে ফিরিয়ে আনে পশ্চিমবঙ্গের পুলিশ।

আরও পড়ুন

সম্প্রতি ভারতের রাজধানী দিল্লি, ওড়িষ্যা, মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের বাসিন্দারা। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। এমন পরিস্থিতিতে বাংলা ভাষার আবেগকে সামনে রেখে পথে নেমেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

মিছিল শুরু হওয়ার আগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, যখনই কোনো বাঙালি ও বাংলা ভাষার ওপর আক্রমন হয়, তখন মমতা ব্যানার্জী প্রতিবাদ করেন। কারন জাতীয় সঙ্গীত গাইবেন বাঙালির লেখা, আর সেই বাংলা ভাষায় যারা বলবেন, তাদের ওপর অত্যাচার হবে সেটা মানা যায় না।

কড়া নিরাপত্তায় মধ্যে দিয়ে এদিনের মিছিল শুরু হয়। মিছিলে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মমতা ব্যানার্জীর ভাতিজা অভিষেক ব্যানার্জী, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয়, শশী পাঁজাসহ রাজ্যের একাধিক মন্ত্রী ও নেতা-কর্মী ও সমর্থকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ জুলাই জবিতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী

গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম এনসিপির

বগুড়ায় বউ-শাশুড়ীকে জবাই করে খুন

শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

‘চুপিচুপি’ উইনার্স মেডেল পকেটে ঢুকিয়ে ভাইরাল ট্রাম্প

দেশে ফিরেই কয়েক ঘন্টা বিশ্রাম শেষে স্টেজ শো’তে লিজা