ধুনটে ৩৬ ঘন্টার ব্যবধানে আরও এক শ্রমিকের আত্মহত্যা

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় ৩৬ ঘন্টার ব্যবধানে সেলিম আকন্দ (২১) নামে এক নির্মাণ শ্রমিক বিষপানে আত্মহত্যা করেছে। নিহত সেলিম আকন্দ উপজেলার চান্দারপাড়া গ্রামের জালাল উদ্দিন আকন্দের ছেলে। বুধবার দুপুর সাড়ে ১২টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণ শ্রমিক সেলিম আকন্দ পরিবারের অবাধ্য সন্তান। অভিভাবকদের অমান্য করে বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ে। তাকে শাসন করেও ভালো পথে আনা সম্ভব হয়নি। এ সব বিষয়াদি নিয়ে অভিভাবকরা তাকে গালমন্দ করে। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার সকালে নিজ বাড়িতে বিষপানে অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা তাকে অচেতন অবস্থায় প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য,এরআগে গত সোমবার মধ্যরাতে মৃগী রোগের যন্ত্রনা সইতে না পেরে চরধুনট এলাকায় গলায় ফাঁস দিয়ে লালন মিয়া নামে এক পরিবহন শ্রমিক আত্মহত্যা করে। সে পৌর এলাকার সদরপাড়ার মতিউর রহমান মতির ছেলে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আইনী প্রক্রিয়া শেষে সেলিম আকন্দের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন