শেষ ষোলোর পথে আর্সেনাল
স্পোর্টস ডেস্ক : ক্রোয়েশিয়ান ক্লাব দিনামো জাগরেবকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে এক পা রেখেছে আর্সেনাল। গানারদের শেষ ষোলো একরকম নিশ্চিতই বলা চলে। সেক্ষেত্রে গ্রুপপর্বের শেষ ম্যাচে স্প্যানিশ ক্লাব জিরোনার বিপক্ষে হার এড়াতে হবে মিকেল আরতেতার দলের। ড্র করতে পারলেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি সরাসরি চলে যাবে শেষ ষোলোতে।
গতকাল বুধবার ঘরের মাঠ এমিরেটসে স্টেডিয়ামে আর্সেনালের হয়ে গোল করেন ডেকলান রাইস, কাই হ্যাভেরটজ ও মার্টিন ওডেগার্ড। ২ মিনিটে গোল করে আর্সেনালকে প্রথম লিড এনে দেন রাইস। ৬৬ মিনিটে দুর্দান্ত হেডে আরও এক গোল করে আর্সেনালের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ তুলে দেন হ্যাভেরটজ। ৯৩ মিনিটে গোল করে গানারদের জয় নিশ্চিত করেন অধিনায়ক ওডেগার্ড।
বর্তমানে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১৮ পয়েন্টের মালিক বার্সেলোনা আছে দ্বিতীয়স্থানে।
আরও পড়ুন
মন্তব্য করুন