নাটোরে মাকে গলাকেটে হত্যার দায়ে মেয়ের ১০ বছরের আটকাদেশ
নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে মা সেলিনা বেগমকে গলা কেটে হত্যার দায়ে মেয়ে নুসরাত জেরিন ববিকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। ঘটনার সময় অভিযুক্ত মেয়ের ববির বয়স ১৬ বছর থাকায় তাকে শিশু আইনে এই সাজা দেন বিচারক।
আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। এসময় দণ্ডপ্রাপ্ত নুসরাত জেরিন ববি আদালতে উপস্থিত ছিল না। সে জেলার গুরুদাসপুর উপজেলার উত্তর নারীবাড়ি এলাকার জনৈক নজরুল ইসলামের মেয়ে।
আরও পড়ুননাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর এড. আব্দুল কাদের মিয়া জানান, ২০২১ সালের ২১ মার্চ ববি তার স্বামীকে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য মা সেলিনা বেগমকে চাপ দেয়। কিন্তু ২২ মার্চ মোটরসাইকেল দিতে অস্বীকার করার এক পর্যায়ে মা মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ববি তার মা সেলিনার গলায় ব্লেড দিয়ে আঘাত করে। এতে সেলিনা বেগম ঘটনাস্থলেই মারা যান। পরের দিন সেলিনা বেগমের ভাই সুলতান হোসেন বাদি হয়ে তার ভাগ্নি নুসরাত জেরিন ববির বিরুদ্ধে গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দেন। ওই মামলার শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত অভিযুক্ত আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মেয়ে ববিকে ১০ বছরের আটকাদেশ প্রদান করেন।
মন্তব্য করুন