সুনামগঞ্জ ট্রাকে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত

নিউজ ডেস্ক: সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে চলন্ত যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা লেগে লোকনাথ বনিক (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ) রাতে সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত লোকনাথ বনিক পৌরসভার মধ্যবাজার এলাকার প্রদীপ বনিকের ছেলে।
আরও পড়ুনপুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৭টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ওয়েজখালি বাজার নামক স্থানে একটি ট্রাক দাঁড়িয়ে ছিলো। এ সময় সুনামগঞ্জ শহরের দিকে একটি সিএনজি দাঁড়িয়ে থাকা ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বনিক গুরুতর আহত হন। তখন স্থানীয় বাসিন্দারা দৌড়ে এসে যুবক লোকনাথ বনিককে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন