ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চাঁ‘নবাবগেঞ্জে এক ব্যক্তি আটক

চাঁ‘নবাবগেঞ্জে। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : মাছ চাষ ও ডায়াগনস্টিক সেন্টার করার জন্য বিনিয়োগের নামে এনজিও পদ্ধতিতে বহু গ্রাহকের কাছ থেকে প্রায় ৬ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রোকনুজ্জামান (৪৫) নামে এক ব্যাক্তিকে চাঁপাইনবাবগঞ্জে আটক করেছে গ্রাহকরা। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানায় হস্তান্তর করেছে।

আটককৃত রোকনুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর ও নওগাঁর গ্রাহকদের কাছে থেকে প্রতারনার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। রোকনুজ্জামান রাজশাহী মহানগরের পদ্মা আবাসিক এলাকার মৃত নূর হোসেনের ছেলে। গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ৯৯৯ এ খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের গাবতলা মোড় এলাকার একটি বাড়ি থেকে রোকনুজ্জামানকে উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে পুলিশ।

বিকাল ৫টার দিকে তাকে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এর আগে সদর থানায় রোকনুজ্জামানের কাছে পাওনাদার ২৫/৩০ গ্রাহক ভির করে।

আরও পড়ুন

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, রোকনুজ্জামানের বিরুদ্ধে চার জেলায় প্রতারণার অনেক অভিযোগ ও মামলা রয়েছে। সকালে তিনি আটক অবস্থা থেকে সুযোগ পেয়ে পাশের বাড়ির বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ছাত্রীকে জানান যে, গত ১৯ জানুয়ারী তাকে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে অপরহণ করে এনে হাত বেঁধে রাখা হয়েছে। ছাত্রীরা তখন পুলিশে খবর দেন।

এদিকে ঢাকায় তিনি নিখোঁজ হয়েছেন মর্মে তার ছোটভাই রওশনুজ্জামান ঢাকা মহানগরের ভাটারা থানায়  গত ১৯ জানুয়ারী নিখোঁজ জিডি করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারুণ্যের সমাবেশে গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা

ফ্লাইওভার থেকে যাত্রাবাড়ী পার্কে ককটেল বিস্ফোরণ, আহত ৪

শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নওগাঁর রাণীনগরে পাখি পল্লীর পাখি উধাও

সিরাজগঞ্জে দ্রুত বাড়ছে যমুনার পানি

নাটোরের সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ১৬ টন সরকারি চাল উদ্ধার