ভিডিও মঙ্গলবার, ১৩ মে ২০২৫

জয়পুরহাটের আক্কেলপুরে দুই নারীর মরদেহ উদ্ধার

জয়পুরহাটের আক্কেলপুরে দুই নারীর মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : আক্কেলপুরে পৃথক স্থানে নিজ বাড়ি থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আলীমামুদপুর মধ্য পাড়া ও তিলকপুর পূর্ব বাজার থেকে ওই দুটি মরদেহ  উদ্ধার করা হয়। তারা হলেন তিলকপুর পূর্ব বাজার এলাকার কাঠ ব্যবসায়ী বাবু মিয়ার স্ত্রী আরিফা (২৮) এবং আলীমামুদপুর মধ্য পাড়ার হোসেন আলীর স্ত্রী আনজুয়ারা (৬০)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তিলকপুর পূর্ব বাজারে কাঠ ব্যবসায়ী বাবু মিয়ার স্ত্রী নিজ ঘরে আরিফা ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার স্বামীর চিৎকারে স্থানীয়রা বাড়িতে এসে চৌকির উপরে আরিফার মৃতদেহ দেখতে পান । এরপরই  কৌশলে স্বামী বাবুমিয়া সবাইকে বাইরে বের করে দিয়ে বাইরে তালা দিয়ে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ইউপি সদস্য ও  স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে লাশ উদ্ধার করে। এব্যাপারে ইউপি সদস্য বাদশা আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশের উপস্থিতিতে বাড়ির প্রধান দরজার তালা ভেঙে আরিফার লাশ উদ্ধার করে।

অন্যদিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলীমামুদপুর মধ্য পাড়ায় নিজ বাড়ির গোয়ালঘর থেকে আনজুয়ারা (৬০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন থেকে নানা শারীরিক জটিলতায় মানসিক ভারসাম্যহীন ছিলেন।

আরও পড়ুন

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, পৃথক স্থানে থেকে দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আরিফার লাশ ময়না তদন্তের জন্য জয়পুরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়। এঘটনায় আরিফার বাবা নওগাঁর আত্রাই উপজেলার ইসলাম ঘাটি গ্রামের আব্দুর রাজ্জাক একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের পর জানা যাবে। গোপীনাথপুর ইউনিয়নের আলীমামুদপুর মধ্য পাড়ায় আনজুয়ারার পরিবারের কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় পৃথক অপমৃত্যু মামলা  দায়ের করা হয়েছে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ’লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন, বিবৃতিতে যা বলছে সরকার

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

দলগুলোর ভিন্নমত থাকলেও সবার লক্ষ্য এক : আলী রীয়াজ

আপিলের জন্য হাইকোর্ট জোবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেছেন

চরমপন্থি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

বিক্রম মিশ্রি ও তার মেয়ে ভারতে ব্যাপক সমালোচনার মুখে