ভিডিও রবিবার, ২৪ আগস্ট ২০২৫

পাবনার সুজানগরে টমেটো চাষে কৃষক আনসার আলীর সফলতা

পাবনার সুজানগরে টমেটো চাষে কৃষক আনসার আলীর সফলতা

সুজানগর (পাবনা) প্রতিনিধি : প্রবাসী জীবন শেষে বাড়িতে এসে গতানুগতিক চাষাবাদ থেকে বেরিয়ে আধুনিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল মিরাক্কেল এবং সুলতান সুলাইমান জাতের টমেটো চাষ করে সফল হয়েছেন পাবনার সুজানগরের সাগরকান্দী গ্রামের কৃষক আনসার আলী। তার এই সফলতা থেকে আশপাশের অনেক কৃষক ওই টমেটো চাষে ঝুঁকছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার সাগরকান্দী ইউনিয়নে রয়েছে বিস্তীর্ণ চরাঞ্চল। ওই সব চরাঞ্চলের জমিতে ধানপাট তেমন ভাল হয় না। সেকারণে এলাকার অনেক কৃষক চরাঞ্চলের ওই জমিতে শীতকালীন টমেটো চাষ করেন।

বেশিরভাগ কৃষক তাদের জমিতে গতানুগতিক পদ্ধতিতে মিন্টু সুপার এবং হিরো সুপারসহ বিভিন্ন জাতের হাইব্রিড টমেটো চাষ করে থাকেন। কিন্তু এ বছর উক্ত আনসার আলী উপজেলা কৃষি বিভাগের পরামর্শক্রমে আধুনিক চাষাবাদের নিয়মনীতি মেনে তার বাড়ির পার্শ্ববর্তী খলিলপুর মৌজায় ৪ বিঘা জমিতে চাষ করেছেন সুস্বাদু উচ্চ ফলনশীল মিরাক্কেল এবং সুলতান সুলাইমান জাতের টমেটো। অনুকূল আবহাওয়া আর সঠিক সময় সার-বিষ দেওয়ায় নতুন এই জাতের টমেটোর বাম্পার ফলন হয়েছে।

কৃষক আনসার আলী বলেন, আমি গত ২০/২২ ধরে চরাঞ্চলের জমিতে টমেটো চাষ করি। ইতোপূর্বে মিন্টু সুপার এবং হিরো সুপার জাতের টমেটো চাষ করেছি। কিন্তু তাতে খুব বেশি সফলতা পাইনি। তবে এ বছর আধুনিক পদ্ধতিতে মিরাক্কেল এবং সুলতান সুলাইমান জাতের টমেটো চাষ করে ব্যাপক সফলতা পেয়েছি। তিনি বলেন, প্রতি বিঘা জমিতে টমেটো চাষ করতে সার, বীজ, মাচান, পলিথিন এবং শ্রমিকসহ উৎপাদন খরচ হয়েছে প্রায় ৭০ হাজার টাকা।

আরও পড়ুন

আর প্রতি বিঘা জমিতে টমেটো উৎপাদন হয়েছেন ২৫০ থেকে ২৬০মণ। বর্তমানে হাটবাজারে মিরাক্কেল এবং সুলতান সুলাইমান জাতের টমেটোর বাজারও বেশ ভাল। প্রতিমণ টমেটো বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২শ’ টাকা মণ। ফলে উৎপাদন খরচের চেয়ে লাভ হচ্ছে অনেক বেশি লাভ হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, মিরাক্কেল এবং সুলতান সুলাইমান জাতের টমেটোর ফলন বেশি হয়। তাছাড়া বাজারে ওই টমেটোর চাহিদাও বেশি। সেকারণে অনেক কৃষক মিরাক্কেল এবং সুলতান সুলাইমান জাতের টমেটো চাষে ঝুঁকছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে কেটলি চুরি যুবকের জেল

দিনাজপুরের নবাবগঞ্জে তিন মাদক কারবারি গ্রেফতার

শতকোটি টাকার সরকারি জমি জালিয়াতি, তদন্তে নেমেছে দুদক

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদলের ভিপি প্রার্থীর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ