ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

পাবনার সুজানগরে টমেটো চাষে কৃষক আনসার আলীর সফলতা

পাবনার সুজানগরে টমেটো চাষে কৃষক আনসার আলীর সফলতা

সুজানগর (পাবনা) প্রতিনিধি : প্রবাসী জীবন শেষে বাড়িতে এসে গতানুগতিক চাষাবাদ থেকে বেরিয়ে আধুনিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল মিরাক্কেল এবং সুলতান সুলাইমান জাতের টমেটো চাষ করে সফল হয়েছেন পাবনার সুজানগরের সাগরকান্দী গ্রামের কৃষক আনসার আলী। তার এই সফলতা থেকে আশপাশের অনেক কৃষক ওই টমেটো চাষে ঝুঁকছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার সাগরকান্দী ইউনিয়নে রয়েছে বিস্তীর্ণ চরাঞ্চল। ওই সব চরাঞ্চলের জমিতে ধানপাট তেমন ভাল হয় না। সেকারণে এলাকার অনেক কৃষক চরাঞ্চলের ওই জমিতে শীতকালীন টমেটো চাষ করেন।

বেশিরভাগ কৃষক তাদের জমিতে গতানুগতিক পদ্ধতিতে মিন্টু সুপার এবং হিরো সুপারসহ বিভিন্ন জাতের হাইব্রিড টমেটো চাষ করে থাকেন। কিন্তু এ বছর উক্ত আনসার আলী উপজেলা কৃষি বিভাগের পরামর্শক্রমে আধুনিক চাষাবাদের নিয়মনীতি মেনে তার বাড়ির পার্শ্ববর্তী খলিলপুর মৌজায় ৪ বিঘা জমিতে চাষ করেছেন সুস্বাদু উচ্চ ফলনশীল মিরাক্কেল এবং সুলতান সুলাইমান জাতের টমেটো। অনুকূল আবহাওয়া আর সঠিক সময় সার-বিষ দেওয়ায় নতুন এই জাতের টমেটোর বাম্পার ফলন হয়েছে।

কৃষক আনসার আলী বলেন, আমি গত ২০/২২ ধরে চরাঞ্চলের জমিতে টমেটো চাষ করি। ইতোপূর্বে মিন্টু সুপার এবং হিরো সুপার জাতের টমেটো চাষ করেছি। কিন্তু তাতে খুব বেশি সফলতা পাইনি। তবে এ বছর আধুনিক পদ্ধতিতে মিরাক্কেল এবং সুলতান সুলাইমান জাতের টমেটো চাষ করে ব্যাপক সফলতা পেয়েছি। তিনি বলেন, প্রতি বিঘা জমিতে টমেটো চাষ করতে সার, বীজ, মাচান, পলিথিন এবং শ্রমিকসহ উৎপাদন খরচ হয়েছে প্রায় ৭০ হাজার টাকা।

আরও পড়ুন

আর প্রতি বিঘা জমিতে টমেটো উৎপাদন হয়েছেন ২৫০ থেকে ২৬০মণ। বর্তমানে হাটবাজারে মিরাক্কেল এবং সুলতান সুলাইমান জাতের টমেটোর বাজারও বেশ ভাল। প্রতিমণ টমেটো বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২শ’ টাকা মণ। ফলে উৎপাদন খরচের চেয়ে লাভ হচ্ছে অনেক বেশি লাভ হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, মিরাক্কেল এবং সুলতান সুলাইমান জাতের টমেটোর ফলন বেশি হয়। তাছাড়া বাজারে ওই টমেটোর চাহিদাও বেশি। সেকারণে অনেক কৃষক মিরাক্কেল এবং সুলতান সুলাইমান জাতের টমেটো চাষে ঝুঁকছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমের সর্বোচ্চ তাপপ্রবাহে পুড়ছে বগুড়াসহ সারাদেশ

আ’লীগের নিষিদ্ধের দাবিতে অনড়, আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না 

বগুড়ার সোনাতলায় গাছ উপড়ে ফেলার অভিযোগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ‘শাহবাগে খালেদা জিয়াকে চায় সারা বাংলাদেশ’

বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার চার

আ. লীগ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে নাহিদের হুঁশিয়ারি ; ‘মার্চ টু ঢাকা’র ডাক