ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

৩৭ বছরেও ভেলুরপাড়া রেলস্টেশনের বিশ্রামাগারের কাজ শেষ হয়নি

৩৭ বছরেও ভেলুরপাড়া রেলস্টেশনের বিশ্রামাগারের কাজ শেষ হয়নি। ছবি : দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপাড়া রেল স্টেশনে যাত্রী বিশ্রামাগারটির নির্মাণ কাজ ৩৭ বছরেও শেষ হয়নি। ফলে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। জানা গেছে, ১৯৮৮ সালে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপাড়া স্টেশনে যাত্রীদের জন্য বিশ্রামাগার নির্মাণ কাজ শুরু করা হয়। এরপর একই বছর ভয়াবহ বন্যার কারণে বিশ্রামাগারটির ৮০ ভাগ কাজ শেষ হওয়ার পর অজ্ঞাত কারণে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ ৩৭ বছর অতিবাহিত হলেও বিশ্রামাগারটির নির্মাণ কাজ শেষ করেনি সংশ্লিষ্ট কতৃপক্ষ।

উপজেলা সদর থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে স্টেশনটি অবস্থিত। এক সময় এই স্টেশন থেকে প্রতিদিন হাজার হাজার রেলযাত্রী ট্রেন যোগে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। কালের বিবর্তনে স্টেশনটির বেহাল দশা হয়েছে। পুরো স্টেশন চত্বর জুয়া আর মাদকসেবীদের অভয়ারন্যে পরিনত হয়েছে। সন্ধ্যার পর পুরো স্টেশন চত্বর জুড়ে বসে জুয়ার আসর। মাদকসেবীদের উৎপাতে সন্ধ্যার পর রেলযাত্রীরা হয়ে পড়ে অনিরাপদ। বর্তমানে স্টেশনটিতে নেই কোন স্টেশন মাস্টার।

এ বিষয়ে ভেলুরপাড়া এলাকার এনামুল হক, গোলাম রব্বানী, গোলাম মোস্তফা বিটুল, তরিকুল ইসলাম স্বপন, রোস্তম আলী মন্ডল, বাবর আলী, এমদাদুল হক মাস্টার বলেন, দীর্ঘ দিনেও সংশ্লিষ্ট স্টেশনে বিশ্রামাগারের কাজটি শেষ হয়নি। এখন ওই মাদকসেবীদের আস্তানায় পরিনত হয়েছে। রেল বিভাগ দীর্ঘ দিনেও এ বিষয়ে ব্যবস্থা নেয়নি।

আরও পড়ুন

এ বিষয়ে সোনাতলা স্টেশন মাস্টার খলিলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভেলুরপাড়া স্টেশনে বিশ্রামাগারের নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। দীর্ঘ ৩৭ বছর আগের ঘটনা। এটা তার পুরোপুরি জানার কথা নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসনাতের ঘোষণার পর শাহবাগ অবরোধ

এবার শাহবাগ ব্লকের ঘোষণা দিলেন হাসনাত আব্দুল্লাহ 

শিক্ষকতার পাশাপাশি ই-প্ল্যাটফর্ম ব্যবসায়ী একজন তারসিয়া

দেশি মুরগির খামার করে স্বাবলম্বী হিলির ফেরদৌসী

সমাবেশের পরিবেশ ঠান্ডা রাখতে পানি ছিটাচ্ছে সিটি করপোরেশন

আবদুল হামিদের দেশত্যাগে নিজের অবস্থান পরিষ্কার করলেন আসিফ নজরুল