কর্মকর্তা-কর্মচারীসহ মোট ২৫টি পদই শূণ্য
নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলছে মাত্র একজন চিকিৎসক দিয়ে

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলছে মাত্র একজন চিকিৎসক দিয়ে। উপজেলার দেড় লক্ষাধিক মানুষের চিকিৎসার জন্য এ হাসপাতালটিতে ১০ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত রয়েছেন একমাত্র চিকিৎসক ডা. আরিফ হোসেন।
জানা গেছে, পোরশা উপজেলা হাসপাতালটিতে প্রতিদিন গড়ে সাড়ে ৪শ’ থেকে ৫শ’ জন রোগী আসেন চিকিৎসা নিতে। এর মধ্যে বর্হিবিভাগে প্রতিদিন সাড়ে ৩শ’ থেকে ৪শ’ জন ও জরুরী বিভাবে ৮০ থেকে ১শ’ জন রোগী আসেন চিকিৎসা নিতে। এতগুলো মানুষের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন একজন চিকিৎসক।
চিকিৎসক না থাকায় হাসপাতালে থাকা এক্স-রে মেশিনসহ অন্যান্য মেশিন ও যন্ত্রপাতিও সচল নেই। এসব গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সেবাও পাচ্ছেন না জনসাধারণ। ৫০ শয্যার এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে চিকিৎসকের পদ রয়েছে ১০টি, এর মধ্যে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমীতে (আরডিএ) প্রশিক্ষণে রয়েছেন এ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মারুফ হোসেন, নওগাঁর পত্নীতলায় মেডিকেল এসিসটেন্ট স্কুল (ম্যাট্স) এ প্রেষনে রয়েছেন এ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল কাদের।
বাঁকি ৭টি চিকিৎসকের পদ শূন্য রয়েছে। এছাড়াও শূন্য রয়েছে জুনিয়র কনসালটেন্ট মেডিসিন বিভাগের ১টি পদ, চক্ষু বিভাগের ১টি পদ, অর্থোপেডিক্স বিভাগের ১ জন চিকিৎসকের পদ, কার্ডিওলজি বিভাগের ১টি চিকিৎসকের পদ, ইএনটি বিভাগের ১জন চিকিৎসকের পদ, চর্ম ও যৌন বিভাগের ১ জন, আবাসিক মেডিকেল অফিসার ১জন, আয়ুর্বেদিক মেডিকেল অফিসার ১ জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে।
আরও পড়ুনএ ছাড়াও শূন্য রয়েছে নার্সিং সুপারভাইজারের ১টি পদ, হেল্থ এডুকেটর ১ জন, কম্পিউটার অপারেটর ১ জন, ক্যাশিয়ার ১ জন, অফিস সহকারী কাম ডাটা এনট্রি অপারেটর ১ জন, ডেন্টাল মেডিকেল টেকনোলজিষ্ট ১জন ও ফিজিওথেরাপি ১জন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ২ জন, ভান্ডার রক্ষক ১ জন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ৪ জন, স্বাস্থ্য সহকারী ৭ জন ও অফিস সহায়ক ৪ জন।
এছাড়াও পদ শূন্য রয়েছে উপজেলার নোনাহার উপস্বাস্থ্য কেন্দ্র ও শাহ্ পোরশা উপস্বাস্থ্য কেন্দ্রে ১ জন করে ২ জন মেডিকেল অফিসার। নিতপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, ছাওড় ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, গাঙ্গুরিয়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ও ঘাটনগর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে ১ জন করে ৪ জন মেডিকেল অফিসার। নিতপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ১ জনের পদ শূন্য রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে একজন চিকিৎসকের দায়িত্বে থাকা ডা. আরিফ হোসেন জানান, তিনি একা দীর্ঘদিন ধরে এতোগুলো মানুষের চিকিৎসা দিয়ে আসছেন। তার একার দ্বারা এতোগুলো মানুষের চিকিৎসা সেবা কষ্টকর হয়ে পড়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজির আহমেদ জানান, আমরা চিকিৎসকসহ হাসপাতালে অন্যান্য শূন্যপদে লোকবলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করেছি।
মন্তব্য করুন