ভিডিও সোমবার, ০৭ জুলাই ২০২৫

বগুড়ার ধুনটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ার ধুনটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার। ফাইল ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় রকিবুল হাসান রকি তালুকদার (২৮) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার কৈগাতী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত রকি উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপী গ্রামের দুলাল তালুকদারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার কাশিয়াবালা গ্রামের পোশাক কারখানার শ্রমিক দম্পতির মেয়ে পাঁচথুপী নানার বাড়িতে থেকে স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে লেখাপড়া করে। ওই স্কুলছাত্রীর মা-বাবা জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করেন। স্কুলছাত্রীর নানার বাড়ির অদুরে রকিবুল হাসান রকির মুদিখানার দোকান রয়েছে।

মেয়েটি দোকানে কেনাকাটা করতে যাওয়ার সুবাদে এক সন্তানের জনক ব্যবসায়ী রকিবুল হাসান রকির সাথে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভনে মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে রকিবুল হাসান রকি।

আরও পড়ুন

এ অবস্থায় ২৩ জানুয়ারি সকাল ৯টায় মেয়েটি নানার বাড়ি থেকে বিদ্যালয়ের দিকে রওনা হয়। এ সময় বিদ্যালয়ে পৌছার আগেই মেয়েটিকে কৌশলে একই গ্রামে বন্ধুর বাড়িতে নিয়ে যায় রকিবুল হাসান রকি। সেখানে আটকে রেখে ২৪ জানুয়ারি রাতে ধর্ষণ করে ব্যবসায়ী রকিবুল হাসান রকি। সংবাদ পেয়ে স্কুলছাত্রীর স্বজনরা ঘটনাস্থলে পৌছে স্কুলছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় ২৫ জানুয়ারি রাতে স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে রবিকুল হাসান রকির বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, রোববার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটির শারীরিক পরীক্ষা এবং বগুড়া আদালতে জাবনবন্দী রেকর্ড করা হয়েছে। এ মামলার গ্রেপ্তারকৃত আসামি রকিবুল হাসান রকিকে সোমবার আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা নির্বাচন চাই সংস্কার ও জুলাই ঘোষণাপত্রসহ-রাজশাহীতে হাসনাত আবদুল্লাহ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭

বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল

ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই: সালাহউদ্দিন

হারুন-বিল্পবের বিরুদ্ধে মামলা করেছি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করুন