নিউজ ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারী, ২০২৫, ০৯:২০ রাত
ইবতেদায়ী শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল
_original_1737991238.jpg)
ইবতেদায়ী শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল
জবি প্রতিনিধিঃ ইবতেদায়ী শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইনকিলাব মঞ্চের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় শান্ত চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি বিজ্ঞান চত্বর ও সামাজিক বিজ্ঞান অনুষদ ঘুরে শান্ত চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "ইবতেদায়ী শিক্ষকরা যে সামান্য বেতন পান, তা দিয়ে একটি পরিবার চালানো অসম্ভব। তাদের ন্যায্য দাবির আন্দোলনে এ ধরনের আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা আশা করেছিলাম, ফ্যাসিবাদের পতনের পর পুলিশ তাদের আচরণে পরিবর্তন আনবে, কিন্তু তারা বারবার ন্যাক্কারজনক হামলা চালাচ্ছে।"
জাস্টিস ফর জুলাই-এর আহ্বায়ক সজিবুর রহমান বলেন, "আমরা বহুবার পুলিশ বাহিনীর সংস্কারের কথা বলেছি। এর আগেও পুলিশ বিভিন্ন আন্দোলনে একই ধরনের হামলা চালিয়েছে। স্বাধীন দেশে জনগণের ন্যায্য দাবি উপস্থাপনে বাধা দেওয়া বা হামলা চালানোর কোনো অধিকার তাদের নেই। আমরা দাবি জানাই, এই হামলার সুষ্ঠু বিচার করতে হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।"
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা ইসলাম বলেন, "দেশের ৫৪ শতাংশ শিক্ষার্থী ইবতেদায়ী মাদ্রাসায় পড়াশোনা করছে। তা সত্ত্বেও এই শিক্ষাকে কেন জাতীয়করণ করা হবে না? যারা হামলার শিকার হয়েছেন, তারা কোনো সন্ত্রাসী নন; বরং শিক্ষক সমাজের গুরুত্বপূর্ণ অংশ। এমনকি মাতৃতুল্য শিক্ষিকাদের ওপরও হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত লজ্জাজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই।"
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদ বলেন, "স্বাধীন দেশে স্বৈরাচারী আচরণ চলবে না। পুলিশের বর্বরতা বন্ধে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখা যাবে না। জনগণ নিয়মিত কর পরিশোধ করে, তবে সেই রাজস্ব কোথায় ব্যয় হচ্ছে? ইন্টেরিম সরকারকে শিক্ষকদের সব দাবি মেনে নিতে হবে।"
মন্তব্য করুন