ভিডিও রবিবার, ২৪ আগস্ট ২০২৫

ক্ষুব্ধ যাত্রীদের রাজশাহী স্টেশন ভাঙচুর

ক্ষুব্ধ যাত্রীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারাদেশের মতো রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর থেকে রাজশাহী স্টেশন ছাড়েনি কোনো ট্রেন। লোকাল, আন্তঃনগর, মেইলসহ সব ধরনের ট্রেন বন্ধ।খোঁজ নিয়ে জানা গেছে,  সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এই বিক্ষোভ ও ভাঙচুর চলে। ক্ষুব্ধ যাত্রীরা টিটিইদের একটি কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। অন্য কক্ষগুলোর দরজা তালাবদ্ধ ছিল। যাত্রীরা স্টেশনে পেতে রাখা কিছু চেয়ার ভাঙচুর করেন। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে। সেনাবাহিনীর সদস্যরা আসার পর ক্ষুব্ধ যাত্রীরা শান্ত হন। পরে টিকিটের টাকা ফেরত নিয়ে চলে যান।

সরেজমিনে দেখা যায়, স্টেশনের প্রবেশ মুখে বেশ কিছু চেয়ার ভেঙে পড়ে আছে। ট্রেনের অপেক্ষায় আছেন শত শত যাত্রী। রাজশাহী রেলওয়ে স্টেশনের তথ্যমতে, রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন ১৮ জোড়া ট্রেন ছেড়ে যায়। তবে আজ সকাল থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, সকালে কিছু যাত্রী ক্ষুব্ধ হয়ে বেশ কিছু চেয়ার ভাঙচুর করেছেন। তবে তেমন ভাঙচুরের ঘটনা ঘটেনি। নিরাপত্তার জন্য সেনাবাহিনী অবস্থান নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূঞাপুরে আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে আহত ৪ পুলিশ

১৫ বছর যে নেতাকর্মীদের জন্য লড়াই করলাম, তারাই আজ আমাকে ধাক্কা দিয়েছে: রুমিন ফারহানা

কুমিল্লায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় সেই হানিফ বাস জব্দ

যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থাপনায় ড্যাফোডিল ফাউন্ডেশনের  ‘জীবিকা’ প্রকল্প

ফলকে নাম থাকায় উপদেষ্টার ক্ষোভ, এটি কি আমার বাপের টাকায় করা

চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান