ভিডিও শনিবার, ০৩ মে ২০২৫

বগুড়া জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির মৃত সদস্য পরিবারের মাঝে অনুদান প্রদান

বগুড়া জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির মৃত সদস্য পরিবারের মাঝে অনুদান প্রদান। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির উদ্যোগে আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে সমিতির বগুড়া চারমাথাস্থ প্রধান কার্যালয়ে সমিতির মৃত মালিক সদস্যের পরিবারের মাঝে এককালীন আর্থিক অনুদান প্রদান ও মাসিক লটারি অনুষ্ঠিত হয়।

মনোয়ারুল হক মিল্টনের সভাপতিত্বে অনুদান প্রধান ও লটারি অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. এরশাদুল বারী এরশাদ, সমিতির সড়ক সম্পাদক সেলিম রেজা, পরিবহন মালিক জহির রায়হান, শাহিনুর রহমান শাহিন প্রমুখ।

অনুষ্ঠানে সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদুল বারী এরশাদ বলেন, যেদিন থেকে পরিবহন মালিকদের সেবা করার সুযোগ পেয়েছি, সেদিন থেকেই পরিবহন মালিকদের কল্যাণে কাজ করে যাচ্ছি। যতদিন দায়িত্ব পালনের সুযোগ থাকবে মালিকদের কল্যাণে কাজ করে যাবো। তিনি আরও বলেন, চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালের রাস্তাগুলো খারাপ ছিল তা সংস্কার করা হচ্ছে।

আরও পড়ুন

দীর্ঘদিন বন্ধ থাকা সোনাতলা রোডে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়েছে। সমিতির নিজস্ব অর্থায়নে কড়ইহাটে টার্মিনাল নির্মাণের কাজ চলছে। শেরপুর ধুনট মোড়ে যাত্রী ছাউনি করা হচ্ছে। বর্তমানে মালিকদের দুর্ঘটনা কবলিত পরিবহন দুর্ঘটনার স্থল থেকে সমিতির দায়িত্বে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।

আগামী দিনেও এই সমিতির দায়িত্ব পালনের সুযোগ হলে সকলের সহযোগিতায় অসহায় মালিকদের পাশে থাকবে এই সমিতি। অনুষ্ঠানে সমিতির মৃত মালিক সদস্য আটজনের পরিবারকে এককালীন ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে পাঁচ ম্যাচ সিরিজ খেলতে পৌঁছল নিউজিল্যান্ড

মাগুরার সাবেক কাউন্সিলর মীর বাবুকে কুপিয়ে জখম

মেসিকে নিয়ে এশিয়া ও আফ্রিকার তিন দেশ সফরে আসছে আর্জেন্টিনা

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে জুলাই গণহত্যার আসামিনের মনোনয়ন বাতিলের দাবি

ফুলশয্যার রাতেই বরের মৃত্যু, বাকরুদ্ধ নববধূ

নাফ নদী থেকে আটক ৪ রোহিঙ্গা জেলেকে ছেড়ে দিল আরাকান আর্মি