বগুড়ার সোনাতলায় মোটরসাইকেল চুরি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় মোটরসাইকেল চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামে।
ওই গ্রামের মৃত গিয়াছ উদ্দিনের ছেলে ও ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম হান্নুর ১ তলা বিশিষ্ট ছাদ বিল্ডিং এর সিড়ি ঘরের টিনের ছাদ কেটে কৌশলে গেট খুলে ভিতরে ঢুকে সংঘবদ্ধ চোরের দল একটি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।
আরও পড়ুনএ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। ওসি মিলাদুন্নবী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে।
মন্তব্য করুন