ভিডিও বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

জীবনপ্রদীপ নিভে যেতে বসেছে বগুড়ার সারিয়াকান্দি স্কুলছাত্র রিয়ানের

জীবনপ্রদীপ নিভে যেতে বসেছে বগুড়ার সারিয়াকান্দি স্কুলছাত্র রিয়ানের। ছবি : দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : দুরারোগ্য অ্যাপ্লাস্টিক এনিমিয়া রোগে আক্রান্ত বগুড়ার সারিয়াকান্দির রিয়ান বাবু (১৫) নামের ৯ম শ্রেণির ছাত্র। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। টাকার অভাবে ছেলেকে চিকিৎসার আশা ছেড়ে দিয়েছেন প্রতিবন্ধী বাবা।

রিয়ান সারিয়াকান্দি শহীদ মন্টু উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। একমাস আগে তার রক্তে অ্যাপ্লাস্টিক এনিমিয়া ধরা পড়ে। ডাক্তার বলেছে তার বোর্নমেরু প্রতিস্থাপন করতে হবে। এর জন্য মোটা অঙ্কের টাকার প্রয়োজন। গত ৬ জানুয়ারি রিয়ান বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে তাকে গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

প্রতিবন্ধী বাবা এবং সংসারের একমাত্র উপার্জনক্ষম ভাইয়ের উপার্জনের কথা ভেবে নিজের বাঁচার স্বপ্ন ছেড়ে দিচ্ছেন। রিয়ানের বাবা জহুরুল ইসলাম উপজেলার সদর ইউনিয়ন চরবাটিয়া এলাকার একজন দৃষ্টি প্রতিবন্ধী। রিয়ানের বাবা জহুরুল ইসলাম বলেন, আমি দুর্গম চরাঞ্চলের একজন অন্ধ মানুষ। নিজে কোনও রোজগার করতে পারি না। বড় ছেলের দিনমজুরের টাকায় সংসার চলতো।

আরও পড়ুন

ছোট ছেলের চিকিৎসা করানোর সামর্থ্য আমার নেই। টাকার অভাবে মনে হয় আমার ছেলে বিনাচিকিৎসায় আমাদের মাঝে থেকে হারিয়েই যাবে। স্কুলের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র সরকার বলেন, স্কুলের ছাত্র, শিক্ষক এবং এলাকাবাসীর কাছ থেকে কিছু আর্থিক সহায়তা তাকে করা হয়েছে, যা তার চিকিৎসার জন্য খুবই সামান্য। তাকে বি পজেটিভ রক্ত দেওয়া হচ্ছে।

রিয়ানকে সম্পূর্ণ চিকিৎসা করে সুস্থ অনেক টাকার প্রয়োজন। তার চিকিৎসায় সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার জন্য সবিনয় আবেদন জানাচ্ছি। তাকে সাহায্য পাঠানো জন্য তার বড় ভাই রবিনের বিকাশ ও নগদ নম্বর ০১৯৩৪ ৪২৫০১৭

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় বন্ধ থাকা সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত

লামায় বন্ধ থাকা সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত

চাকরি দেওয়ার নামে প্রতিবন্ধী যুবকের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলকর্মী নিহত

‘জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান’

জামালপুরে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন