গাইবান্ধার সাদুল্লাপুরে যুবকের মরদেহ উদ্ধার

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আশরাফুল মিয়া (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার দামোদরপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামের (সরদারপাড়া) এক কৃষি মাঠ থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত আশরাফুল ইসলাম দামোদরপুর গ্রামের (সরদারপাড়া) খাইরুল ইসলামের ছেলে।
এবিষয়টি নিশ্চিত করে দামোদরপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মিজানুর রহমান স্বজনদের বরাত দিয়ে বলেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৪ টার দিকে ওই এলাকায় গরু চোর আসে। এই চোরকে ধাওয়া দিতে গিয়ে খাইরুলের বাড়ির পেছনের জমিতে আশরাফুলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে এ মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি।
আরও পড়ুনতবে আশরাফুলের গলায় সামান্য আঘাতের চিহ্ন ছিল। এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে আজ সকালে ওই স্থান থেকে আশরাফুল নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ খোঁজা হচ্ছে।
মন্তব্য করুন