ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

রাতের আঁধারে দুই বিঘা জমির ভুট্টাক্ষেত তছনছ

রাতের আঁধারে দুই বিঘা জমির ভুট্টাক্ষেত তছনছ

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে এক বর্গাচাষির দুই বিঘা জমির ভুট্টাক্ষেত নষ্ট করেছে প্রতিপক্ষরা। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার দেবীডুবা ইউনিয়নের বিজিডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।

সকালে বিষয়টি জানাজানি হয়। ভুক্তভোগী জাফর আলী একই ইউনিয়নের লক্ষ্মীরহাট এলাকার মোক্তার আলী নামে এক ব্যক্তির কাছ থেকে জমিটি বর্গা নেন। জাফর আলী বাৎসরিক ২০ হাজার টাকা চুক্তিতে জমিতে আবাদ করেন। দীর্ঘ ১০-১২ বছর যাবৎ তিনি বর্গাচাষ করছেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কোন এক সময়ে জাফর আলীর ভুট্টা ক্ষেতে মই দেয় প্রতিপক্ষরা। এতে দুই মাস বয়সী ভুট্টার চারাগুলো ভেঙে যায়। ভুক্তভোগী জাফর আলী বলেন, দুই মাস আগে রোপণ করা হয় ভুট্টা। এই দুই মাসে ভুট্টা ক্ষেতে অন্তত ৬০ হাজার টাকা খরচ হয়েছে।

আরও পড়ুন

আর দুই মাসের মধ্যে ভুট্টা বিক্রির উপযোগী হলে দেড় থেকে দুই লাখ টাকায় বিক্রি হতো। জাফর আলী বলেন, গত ২-৩ বছর আগে একবার জমি সংক্রান্ত সমস্যা হয়। তখন উভয়পক্ষ বসে মিটমাট করে নেন। এবার যে এই কাজ করবে আগে জানলে আমি জমি বর্গা নিতাম না।

দেবীডুবা ইউপি চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় প্রধান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জাফরকে থানায় মামলা করার পরামর্শ দিয়েছি। ধারদেনা করে জমি বর্গা নিয়ে সে চাষ করে। তার জন্য বড় ক্ষতি হয়ে গেলো। এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, এখনও কেউ অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জোতপাড়া নৌঘাট পরিণত হয়েছে মনোরম বিনোদন কেন্দ্রে

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

বগুড়ার শিবগঞ্জে তিনটি হিমাগারে হামলা-ভাঙচুর, হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড