চুমু কান্ডে জনপ্রিয়তা বেড়েছে দাবি উদিত নারায়ণের
বিনোদন ডেস্ক : নতুন বিতর্কে জড়িয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ণ। কনসার্ট চলাকালীন নারী ভক্তের গালে ও ঠোঁটে চুমু খেয়ে সমালোচিত হয়েছেন ৭০ বছরের এই গায়ক। এবার এসব বিতর্কের জবাব দিলেন এই গায়ক।
কনসার্টে ঘটে যাওয়া এই চুমুর ঘটনা নাকি মাসখানেক আগের। সামাজিক মাধ্যমে প্রচুর বিতর্কের পর এ ঘটনা প্রসঙ্গে সদ্যই ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হন উদিত। বোঝা গেল, এ ঘটনায় তিনি মোটেই অনুতপ্ত নন। বরং আরও বললেন, এসব নাকি শ্রোতাদের খুশি করতেই করেন তিনি; আর বিতর্কে জড়ানো প্রসঙ্গে জবাব দিলেন-এতে নাকি তারই জনপ্রিয়তা বেড়েছে! উদিতের কথায়, ‘এই ঘটনা নতুন নয়। এর আগেও এরকম হয়েছে। নারী ভক্তদের চুম্বন করেছি, সবটাই জনপ্রিয়তার কারণে।’ উদিত আরও বলেন, ‘বিষয়টি অযথা কুৎসিতভাবে দেখানোর চেষ্টা চলছে। আমাদের হাতের পাতায় এভাবে কত ভক্ত চুম্বন করেন। আমরাও করে থাকি। গালেও চুম্বন করা হয়। ঠোঁটে চুমু খাওয়া মানেই কিন্তু খারাপ নয়। এতে কোনো পাপ নেই।’
উদিতের দাবি, ‘এই ঘটনা কিন্তু কয়েক মাস আগের। কেন নতুন করে ভাইরাল করা হলো, বুঝতে পারছি না। সম্ভবত কেউ আমাকে কলঙ্কিত করতেই বিষয়টি ঘটিয়েছেন।’ উদিত এও বলেন, 'এতে যদিও শাপে বর হয়েছে। উলটো আমার জনপ্রিয়তা আরও বেড়েছে।’
আরও পড়ুন
মন্তব্য করুন