ভিডিও রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫

নিজের শরীর নিয়ে যা বললেন তামান্না

নিজের শরীর নিয়ে যা বললেন তামান্না, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার সৌন্দর্যে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। ‘স্ত্রী ২’ ছবিতে ‘আজ কি রাত’ গানের সঙ্গে তার শরীরী হিল্লোল ঝড় তুলেছিল নেটদুনিয়ায়। এবার অভিনেত্রী উজাড় করে দিলেন নিজের সৌন্দর্যের রহস্য। কীভাবে নিজেকে ও নিজের শরীরকে ভালোবাসতে শিখেছেন, তাই প্রকাশ করলেন অভিনেত্রী।  

মাসুম মিনাওয়ালাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তামান্না জানান, নিজেকে ভালোবাসতে তিনি একটি ব্যতিক্রম পদ্ধতি খুঁজে বের করেছেন। আর সেটা তিনি প্রতিদিনই করেন। তামান্না বললেন, ‘আমি আমার শরীরকে খুব ভালোবাসি। টানা কাজ করার পর আমি রাতে বাসায় ফিরে স্নান করি। সেই সঙ্গে আমার শরীরের প্রতিটা অংশকে ধন্যবাদ জানাই। আমি জানি আমার শরীর প্রতিদিন কত কিছু সহ্য করে। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই।’

আরও পড়ুন

এদিন তিনি আরও জানান, একটা সময় শরীর নিয়ে তাকে কেমন দেখতে লাগছে সেগুলো নিয়ে ভীষণ চিন্তিত থাকতেন। ইনস্ট্যান্ট বলিউডকে অভিনেত্রী একবার জানিয়েছিলেন ছোটবেলায় তাকে রোগা এবং ফিট বলা হতো। তখন তার কাছেই সেটা সৌন্দর্যের সংজ্ঞা ছিল। এমনকি ছবিতে কেমন দেখতে লাগছে তাকে বা কী সেটা নিয়েও তিনি নিজের মতো করে সৌন্দর্যের সংজ্ঞা বানিয়েছিলেন। কিন্তু পরে ক্রমে ক্রমে বোঝেন এগুলোর একটা সময় পর্যন্ত বাস্তবতা আছে। নিজের প্রতি ভালো লাগা তৈরি করে না এগুলো। ‘আজ কী রাত’ গানটি হিট হওয়ার পর তিনি তার শরীরকে ভালোবাসতে শুরু করেন। বুঝেছেন যে যেমন সেভাবেই সুন্দর। সেভাবেই তিনি ভালো আছেন।
প্রসঙ্গত, তামান্না ভাটিয়াকে শেষবার ‘স্ত্রী ২’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যায়। আগামীতে তাকে ‘সিকান্দার কা মুকাদ্দার’ ছবিতে দেখা যাবে। এছাড়া ‘ওদেলা ২’ ছবিতেও দেখা যাবে তাকে। সূত্র : আনন্দবাজার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের নিয়তে মাসিক সঞ্চয়ে কামিয়াব হোক আজন্মসঞ্চিত হজ

নাটোরের বড়াইগ্রামে কৃষকলীগ নেতা আটক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে  রিয়া মানি ট্রান্সফারের ব্যবসায়িক কার্যক্রম শুরু

স্ট্যান্ডার্ড ব্যাংক-এর উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীতে কম্বল বিতরণ

সিলেটের হাই-টেক পার্ক-এ যাত্রা শুরু র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর ফ্যাক্টরি

বান্দরবানে পিকআপ-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২