ভিডিও বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলায় গত এক সপ্তাহে লাম্পি স্কিন রোগে সহস্রাধিক গরু আক্রান্ত হলেও অন্তত শতাধিক গরু মারা গেছে। এর মধ্যে শহরেই গত সাতদিনে একই এলাকায় ৮টি গরু এই রোগে মারা গেছে বলে জানা যায়।

ষাটোর্ধ্ব আয়শা বেওয়া। জমি-জমা না থাকায় লালমনিরহাট পৌরসভার বিএনপি কলোনিতে বসবাস করেন। গরু-ছাগল পালন করে সংসার চালান। বছর খানেক আগে স্বামী মারা যাওয়ায় জমানো টাকা দিয়ে একটি গরু কেনেন। গরুটি বাছুর দেয়। কিন্তু হঠাৎ আদরের সেই গরুটি লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়। সর্বস্ব দিয়ে চিকিৎসা করে গরুটি বাঁচাতে পারলেও মারা যায় বাছুরটি। দরিদ্র বিধবা নারী এখন গরুর শোকে কাতর।

শুধু আয়শা বেওয়া ও মায়া রানী নয়, লাম্পি স্কিন রোগে গত এক সপ্তাহে মারা গেছে ওই কলোনির ভূমিহীন নাহিদ, আজিজার, যাদু মিয়াসহ ৮ পরিবাবের ৮টি গরু। তারা দিনমজুরির টাকা দিয়ে চিকিৎসা করিয়ে বাঁচাতে পারেননি গরুগুলো।

আরও পড়ুন

এলাকাবাসীরা জানান, অনেকে অজ্ঞতার কারণে ভুল চিকিৎসা করিয়েছেন। অনেকে করেছেন কবিরাজি চিকিৎসা। সরকারি বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করালে হয়তো গরুগুলো বাঁচানো যেত এমনটাই ধারণা তাদের।

এব্যাপারে আজ মঙ্গলবার (১ জুলাই) লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, জেলার ৫ উপজেলায় সহস্রাধিক গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হওয়ার খবর পেয়েছি। চিকিৎসাধীন অবস্থায় অনেকের গরু মারা যাচ্ছে। বেশ কয়েক মাস হতে জেলায় এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমরা যেখানেই খবর পাচ্ছি, সেখানেই চিকিৎসক পাঠিয়ে পরামর্শসহ অন্যান্য সহায়তা দিচ্ছি। এক্ষেত্রে আমাদের আন্তরিকতার কোন অভাব নেই বলে জানান ওই চিকিৎসক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

মসজিদে বড় ভাইয়ের হাতে নামাজরত ছোট ভাই খুন

সাকিবদের হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে রংপুর রাইডার্স

হামলার প্রতিবাদে আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি

গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ, থমথমে অবস্থা

গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ : প্রেস উইং