ভিডিও শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচনে ফ্যাসিবাদীরা থাকছে না বলে অনেকের মাথা নষ্ট হয়ে গেছে: উপদেষ্টা আসিফ

আসন্ন ফেব্রুয়ারি মাসের নির্বাচনে ফ্যাসিবাদীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় অনেকের মাথা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দৃঢ়তার সাথে বলেন যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

আসিফ মাহমুদ বলেন, যারা এতদিন নির্বাচন চেয়েছিল, এখন তারাই নির্বাচন পেছানোর নানা ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। তিনি অভিযোগ করেন যে, আওয়ামী লীগকে ফিরিয়ে এনে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল, কিন্তু এখন ফ্যাসিবাদীদের সুযোগ না থাকায় তারা দিশেহারা।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের তিনটি গুরুত্বপূর্ণ এজেন্ডা হলো সংস্কার, বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর। সরকার সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

তিনি আশা প্রকাশ করেন যে, সবার ঐকমত্যের মাধ্যমে সরকার নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।

উপদেষ্টা বলেন, অনেকেই নির্বাচন বানচালের চেষ্টা করবে, তবে যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, রাজনৈতিক দল এবং সুশীল সমাজ, তাদের সবার সহযোগিতায় জনগণ একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবিবার বটতলায় শপথ নেবে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা

ডাকসু নির্বাচনে ছাত্রদলকে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছেন বিএনপি নেতারা, অভিযোগ শিক্ষার্থীদের

চট্টগ্রামে জশনে জুলুসে ‘অসুস্থ ও পদদলিত’ হয়ে ২ জনের মৃত্যু

পাকা পেঁপে খাওয়ার উপকারিতা

উত্তরবঙ্গের বৃহৎ জশনে জুলুসে মানুষের ঢল সৈয়দপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)পালিত

বগুড়ার শাজাহানপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার