ভিডিও রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

বগুড়া সোনাতলায় পুলিশের কাজে বাধা দেওয়ায় ১৩ জনকে আসামি করে মামলা দায়ের

বগুড়া সোনাতলায় পুলিশের কাজে বাধা দেওয়ায় ১৩ জনকে আসামি করে মামলা দায়ের।

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলা উপজেলার পল্লীতে পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় পুলিশ বাদি হয়ে ১৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। থানা সূত্রে জানা গেছে, গত শনিবার উপজেলার মধুপুর ইউনিয়নের হরিখালী হাঁসরাজ গ্রামের মৃত আফছার আলী মন্ডলের ছেলে মিনহাজ উদ্দিন রাস্তা পারাপারের সময় বালু বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে মারা যায়।

এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়। এ সময় স্থানীয়দের সাথে পুলিশের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ পরিস্থিতি বেগতিক দেখে পিছু হটে যায়।

আরও পড়ুন

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ১৩ জনের নামসহ আরও অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। এ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সরকারী কাজে বাধা প্রদানের অভিযোগে পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। যাতে করে ভবিষ্যতে কেউ এ ধরণের কাজে উৎসাহী না হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: জাহিদ

ফোনে ভোট চাওয়ায় ছাত্রদল নেতা ইমতিয়াজ বহিষ্কার

রবিবার বটতলায় শপথ নেবে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা

ডাকসু নির্বাচনে ছাত্রদলকে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছেন বিএনপি নেতারা, অভিযোগ শিক্ষার্থীদের

চট্টগ্রামে জশনে জুলুসে ‘অসুস্থ ও পদদলিত’ হয়ে ২ জনের মৃত্যু

পাকা পেঁপে খাওয়ার উপকারিতা