ভিডিও রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫

গণ-অভ্যুত্থানে আহতদের অবরোধে মিরপুর রোডে যান চলাচল বন্ধ

গণ-অভ্যুত্থানে আহতদের অবরোধে মিরপুর রোডে যান চলাচল বন্ধ, ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে আহতরা উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর আগারগাঁয়ে মিরপুর রোডের উভয় পাশ অবরোধ করে  বিক্ষোভ করছেন। শ্যামলীর শিশুমেলা মোড় অবরোধ করায় মিরপুর রোডের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবন থেকে শুরু করে টিবি হাসপাতালের রাস্তা বন্ধ করে  বিক্ষোভ করছেন জুলাই । এতে করে মিরপুর রোডের উভয় দিকের পাশাপাশি শ্যামলী থেকে আগারগাঁও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের অনেকেই সঠিক চিকিৎসা পাচ্ছেন না। জুলাই ফাউন্ডেশন থেকে সহায়তা পাওয়ার ধীরগতি নিয়েও বিক্ষোভ রয়েছে। তাদের দাবি,  দ্রুত সুচিকিৎসা দিতে হবে, প্রয়োজনে বিদেশে পাঠাতে হবে।এসব দাবি নিয়ে বিক্ষোভকারীদের কেউ কেউ রাস্তার মাঝে চাদর বিছিয়ে শুয়ে আছেন। রাস্তার মাঝে বেঞ্চ পেতেও বসে আছেন অনেকে।উন্নত চিকিৎসার দাবি জানালেও এ বিষয়ে কেউ ‘গুরুত্ব দিচ্ছেন না’ অভিযোগ করে শনিবার রাত ১০টার পর সড়কে নেমে আসেন পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা আহতরা।

আরও পড়ুন

রোববার সকালে তাদেরকে পঙ্গু হাসপাতালের দুই পাশে রাস্তার উপর বেঞ্চ, চেয়ার ও বাঁশ ফেলে আটকে রাখতে দেখা গেছে। আহতদের কেউ কেউ সড়কে বিছানা পেতে শুয়ে পড়েন। তাতে শিশু মেলা থেকে আগারগাঁও ট্রাফিক সিগন্যাল পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা শিশু মেলা মোড়ে অবস্থান নিলে মিরপুরে রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বীরগঞ্জে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রাইভেট পড়ার জন্য চাপ সৃষ্টি করতে ছাত্রকে মারধর করেন শিক্ষক  

কুষ্টিয়ায় শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এর সম্মেলনে গুলি 

ময়মনসিংহ সিটির সাবেক প্যানেল মেয়র ডন গ্রেপ্তার

বগুড়ায় ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার, সোনার গহনাসহ লুন্ঠিত মালামাল উদ্ধার

সাতক্ষীরায় ট্রলিচাপায় দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী নিহত