ভিডিও রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫

নওগাঁর আত্রাইয়ে ফসলি জমিতে চলছে অবাধে পুকুর খনন

নওগাঁর আত্রাইয়ে ফসলি জমিতে চলছে অবাধে পুকুর খনন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ফসলি জমিতে চলছে অবাধে পুকুর খনন। এসব পুকুর খননের ফলে দিন দিন কমে যাচ্ছে ফসলি জমি। জানা যায়, উপজেলার বিভিন্ন মাঠে চলতি শুষ্ক মৌসুমে পুকুর খননের মাহোৎসব শুরু হয়েছে। যে কোন জমির শ্রেণি পরিবর্তনের জন্য সরকারি বিধি বিধান থাকলেও তার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে যার মত প্রভাব খাটিয়ে একের পর এক ফসলি জমিতে পুকুর খনন করে চলেছেন। অনেকেই জমিতে জলাবদ্ধতাসহ নানা অজুহাতে ফসলি জমিতে পুকুর খনন করে চলেছেন।

সাম্প্রতিক সময়ে উপজেলার হাটকালুপাড়া দক্ষিণপাড়া ওয়াবদা সড়কের পূর্বদিকে বিলসতি বিলে বিশাল আকৃতির একটি পুকুর খনন করছেন স্থানীয় মিজানুর রহমানসহ কয়েকজনে। প্রায় ২০/২৫ বিঘা ফসলি জমি খনন করে তারা সেখানে পুকুর দিচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ এসব জমিতে রীতিমত বোরো ধানের চাষসহ বিভিন্ন জাতের ফসল উৎপাদন হয়ে থাকে। এ পুকুর খননের ফলে পার্শ্ববর্তী জমিগুলোর পানি নিস্কাশনে যথেষ্ট সমস্যা সৃষ্টি হবে। এতে করে ওই জমি মালিকরা বোরো চাষসহ অন্যান্য চাষাবাদে অনেক ক্ষতিগ্রস্ত হবে। এদিকে মিজানুর রহমান ও মাসুদগং দিনের বেলা পুকুর খননে বাধাগ্রস্ত হওয়ায় রাতের বেলা পুকুর খনন করছেন বলে জানা যায়।

আরও পড়ুন

এ ব্যাপারে মাসুদ ও মিজানুরের সাথে কথা বললে তারা বলেন, আমাদের ওই জমিতে জলাবদ্ধতা থাকায় ফসল ভাল হয় না। তাই আরও কয়েকজনের জমি লীজ নিয়ে সেখানে আমরা পুকুর খনন করছি। সরকারি অনুমতির বিষয়ে তারা বলেন, আমরা সরকারি কোন অনুমতি গ্রহণ করি নাই।

উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন বলেন, আমি সংবাদ পেয়ে কয়েকদিন আগে রাতে লোক পাঠিয়ে পুকুর খনন বন্ধ করে দিয়েছিলাম। তারা যদি আবারও খনন শুরু করে তাহলে বিষয়টি আমি দেখবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুষ্পার্ঘ্য নিতে প্রস্তুত বগুড়ার কেন্দ্রীয় শহিদ মিনার

রংপুরে মুন্না হত্যা মামলায় যুবলীগ নেতা মুরাদ খান গ্রেপ্তার

খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

জয়পুরহাটের কালাইয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

বগুড়ার শিবগঞ্জে অগভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

 যে কারণে দুই বছর স্পনসরহীন ব্যাট দিয়ে খেলেন টেন্ডুলকার