ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

বগুড়ায় হৃদয় হত্যা মামলার মূল আসামি রবিন কারাগারে

বগুড়ায় হৃদয় হত্যা মামলার মূল আসামি রবিন কারাগারে

স্টাফ রিপোর্টার : বগুড়ায় হৃদয় হত্যাকাণ্ডের মূল আসামি রবিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে আজ রোববার (২ ফেব্রুয়ারি) তাকে সদর থানায় সোপর্দ করা হয়। র‌্যাব সদস্যরা আজ রোববার (২ ফেব্রুয়ারি) শনিবার ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মো: রবিন শহরের ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার জলিলের ছেলে। গত ২৮ জানুয়ারি সকাল ৯টার দিকে ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার মোহাম্মদ বাবু মিয়ার ছেলে হৃদয়কে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

র‌্যাব কর্মকর্তা এম আবুল হাশেম জানান, ছিনতাইকৃত মোবাইল ফোনের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে হৃদয়ের সাথে আসামিদের বিরোধ ও মনোমালিন্য হয়। এর জের ধরে ফুলবাড়ী মধ্যপাড়া নান্নুমতি মাদ্রাসার পুকুর পাড়ে রবিন ও অন্যান্য আসামিরা হৃদয়কে উপর্যুপরি ধারালো ছুরিকাঘাতে হত্যা করে।

তার বাম উরুতে, পেটের বাম পাশে এবং নিতম্বের বাম পাশে আঘাত করে যা হৃদয়ের বাবা বাবু মিয়া দূর থেকে দেখতে পান। পরে হৃদয়কে উদ্ধার করে হাসপাতালে নিলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানার হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) এ.কে.এম মঈন উদ্দিন জানান, রবিনকে আজ রোববার (২ ফেব্রুয়ারি) আদালতে পাঠানা হয়েছে। এরপর আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় আ’লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার 

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

বগুড়া কাহালুর মুরইল ইউনিয়ন আ‘লীগের সা.সম্পাদক আল আমিন গ্রেফতার

প্রমত্তা করতোয়া এখন মরা খাল!

আ.লীগ নেত্রীর মেয়েকে জুলাইযোদ্ধা অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় কুপিয়ে জখম

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ