বগুড়া জেলা ও শহর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
স্টাফ রিপোর্টার : প্রায় পাঁচ মাসের মাথায় বগুড়া জেলা ও শহর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত বছরের ৩ সেপ্টেম্বর যুবদলের জেলা ও শহর কমিটি বিলুপ্ত করা হয়। এর ১০ দিনের মাথায় ১৩ সেপ্টেম্বর জাহাঙ্গীর আলমকে সভাপতি এবং আবু হাসানকে সাধারণ সম্পাদক করে সংগঠটির দুই সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।
যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তিতে ১০১ সদস্যবিশিষ্ট বগুড়া জেলা যুবদলের নির্বাহী কমিটির অনুমোদনের কথা জানান। প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে এর আগে ঘোষিত জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে আবু হাসানকে বহাল রাখা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বগুড়া জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের বগুড়া জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসান সংগঠনের ৭১ সদস্যবিশিষ্ট বগুড়া শহর কমিটির অনুমোদন দিয়েছেন। জেলা কমিটির মতো শহর কমিটিরও ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে আহসান হাবিব মমিকে সভাপতি এবং আদিল শাহরিয়ার গোর্কিকে সাধারণ সম্পাদক হিসেবে বহাল রাখা হয়েছে।
গত বছর ৩ সেপ্টেম্বর যুবদলের জেলা ও শহর কমিটি বিলুপ্ত করা হয়। এর ১০ দিনের মাথায় ১৩ সেপ্টেম্বর জাহাঙ্গীর আলমকে সভাপতি এবং আবু হাসানকে সাধারণ সম্পাদক করে সংগঠটির দুই সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। ওই একই দিন আহসান হাবিব মমিকে সভাপতি এবং আদিল শাহরিয়ার গোর্কিকে সাধারণ সম্পাদক করে শহর যুবদলেরও দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
আরও পড়ুনবগুড়া জেলা যুবদলের কমিটিতে যারা ঠাঁই পেয়েছেন তারা হলেন-সহ-সভাপতি পদে আতাউর রহমান শম্ভু, ফারুকে আযম, রেজাউল করিম লাবু, ফেরদৌস আজম সুমন, এড. এনামুল হক পান্না, আলী রেজা রুনু, সবুজ দেওয়ান, তাজমিনুল ইসলাম বিচিত্র ও ফিরোজ ওয়াহেদ।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহাদাৎ হোসেন সোহাগ, মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন, জুম্মান শেখ, রাশেদুল কবির রাশেদ, নাহিদুর রহমান নাহিদ, আরিফুল ইসলাম, মিল্লাত হোসেন ও বাবুল প্রধান। সহ-সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন রাকিব, মাহমুদুল হাসান প্রিন্স, শফিউল আলম শাফিন, কিশোর হাসান ছনি, আনিসুল হক। সাংগঠনিক সম্পাদক পদে-হারুনুর রশিদ সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোসলেম উদ্দীন স্বপন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মহররম হাসান টফিন, মায়শুকুর রহমান, আহসান হাবীব সেলিম ও মিজানুর রহমান মোনো।
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসান সংগঠনটির অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
মন্তব্য করুন