নিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৫ দুপুর
রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার

রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার,ছবি: সংগৃহীত
বিদেশে পলায়নকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তামান্না জেরিন নামে এক মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে সিআইডি। তিনি বাংলাদেশ থেকে রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূল হোতা বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নেপালে পালানোর উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে অবস্থান করছিলেন। আটক তামান্না জেরিনের নামে বনানী থানায় মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, তার পাঠানো লোকজনকেই রাশিয়ার হয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে নামানো হতো।
আরও পড়ুনমন্তব্য করুন