বরিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঝালকাঠির নলছিটিতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর বেসামরিক এক কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক কর্মচারী ও সিএনজি চালক আহত হন।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের বরিশাল-পটুয়াখালী মহাসড়কের কাঠেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম বাকিয়ার মোল্লা। তিনি বরিশাল সিএমএইচের বেসামরিক পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।
আরও পড়ুনপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিতে করে সবজি নিয়ে বরিশাল থেকে লেবুখালী যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে বাকেরগঞ্জের ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক পরিচ্ছন্নকর্মী বাকিয়ার মোল্লাকে মৃত ঘোষণা করেন। বাকি দু‘জনকে আহতাবস্থায় ভর্তি করা হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন