ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

ছুটি না পাওয়ায় অফিসের ৪ সহকর্মীকে ছুরিকাঘাত

সংগৃহিত,ছুটি না পাওয়ায় অফিসের ৪ সহকর্মীকে ছুরিকাঘাত

আন্তর্জাতিক ডেস্ক : অফিস থেকে ছুটি না পেয়ে অন্তত চার সহকর্মীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের সরকারি এক কর্মচারীর বিরুদ্ধে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আহত চারজন হলেন- জয়দেব চক্রবর্তী, সান্তনু সাহা, সার্থ ও শেখ সাতাবুল। ঘটনার পরপরই তাদেরকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, অমিত কুমার সরকার নামে ওই ব্যক্তি হামলার পর ‘রক্তমাখা’ ছুরি নিয়ে ঘুরে বেড়ান, যা ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ জানায়, অমিত সরকার ছুটি না পেয়ে ক্ষুব্ধ ও উত্তেজিত হয়ে পড়েন। তবে কেন তাকে ছুটি দেওয়া হয়নি, তা এখনো জানা যায়নি। তাকে গ্রেফতার করা হয়েছে ও তদন্ত চলছে।

জানা যায়, অমিত সরকার কলকাতার নিউটাউন এলাকার কারিগরি ভবনের কারিগরি শিক্ষা বিভাগে কাজ করতেন। তার মানসিক সমস্যা থাকতে পারে বলেও ধারণা করছে পুলিশ।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, ওই ব্যক্তি দিন-দুপুরেই ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার পিঠে একটি ব্যাগ এবং অন্যটি হাতে। কয়েকজন পথচারীকে তাদের মোবাইল ফোনে অমিতের ছবি তুলতেও দেখা যায়। এসময় তাদের সাবধান করে তার কাছে না আসতে সতর্ক করছিলেন অমিত সরকার।

আরও পড়ুন

সিনিয়র এক পুলিশ অফিসার জানিয়েছেন, উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা অমিত সরকার, কারিগরি শিক্ষা বিভাগে কাজ করেন। বৃহস্পতিবার সকালে, ছুটি নেওয়া নিয়ে সহকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা হয় তার। পরে তিনি সহকর্মীদের একটি ছুরি দিয়ে আক্রমণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

সূত্র: এনডিটিভি

এসএএইচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

বগুড়ার শাজাহানপুর ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা

প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’র মঞ্চে হাবিব-প্রীতম

আইপিএলের প্রথম পর্বে নেই ১১ কোটি রুপির গতিতারকা

সিনেমায় নয়, এখন নাটকেই বেশি ব্যস্ত সারা জেরিন

বগুড়ার শেরপুরে চোরচক্রের ২ সদস্য গ্রেফতার : ২৯টি  ব্যাটারি ও ১০৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার