বাউফলে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ
_original_1739014365.jpg)
পটুয়াখালীর বাউফলে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ করায় ওই কিশোরীর মা ও ফুপুকে মারধরের ঘটনা ঘটে।
গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ওই কিশোরীর বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে বাউফল থানায় মামলা করেছেন। স্বজনদের মারধরের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করা হলেও অভিযুক্ত ধর্ষককে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা হলেন - সেলিম হাওলাদার ও হাসান হাওলাদার। তবে মূল অভিযুক্ত হোসেন হাওলাদার এখনও পলাতক।
এদিকে শুক্রবার রাতেই পুলিশ কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া মারধরে আহত কিশোরীর মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুনকিশোরীর মা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে হোসেন হাওলাদার তার মেয়েকে ডেকে পাশের একটি পরিত্যক্ত ঘরের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। তখন কিশোরীর চিৎকারে ছুটে আসেন তিনি। ওই সময় হোসেন পালিয়ে যান।
তিনি আরও অভিযোগ করেছেন, এ নিয়ে তিনি প্রতিবাদ ও বিচার দাবি করায় হোসেনের বাবা সেলিম হাওলাদার ও ভাই হাসান হাওলাদার তাকে ও কিশোরীর ফুফুকে মারধর করে। ঘটনার পর থেকে হোসেন পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত হোসেন পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। কিশোরীর স্বজনদের মারধরের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য করুন