ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

পাবনা চাটমোহরে হাটের জায়গায় ঘর নির্মাণের অভিযোগ

পাবনা চাটমোহরে হাটের জায়গায় ঘর নির্মাণের অভিযোগ। প্রতীকী ছবি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : সরকারি হাটের জায়গা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে কফিল উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। একই এলাকায় হাটের আরেকটি সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করছেন মফিজ উদ্দিন।

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল বাজারে ঘটনাটি ঘটেছে। প্রকাশ্যে এমন দখল চললেও কেউ কিছুই বলার সাহস পাচ্ছেন না। চড়ইকোল বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর কফিল উদ্দিন হরিপুর ইউনিয়নের চড়ইকোল বাজারে সরকারি হাটের জায়গা দখল করেন। কিছুদিন হলো তিনি সেখানে একটি পাকাঘর নির্মাণ করছেন। তার দেখাদেখি একই বাজারে মফিজ উদ্দিনও হাটের জায়গা দখল করে আরেকটি ঘর নির্মাণ করছেন।

সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কফিল উদ্দিন বলেন, বাজারে আমার বসার মতো কোন জায়গা নেই। তাই বাজারের এই জায়গায় একটি ঘর নির্মাণ করছি। জায়গাটি সরকারিভাবে লিজ নেওয়ার জন্য আবেদন করবেন বলেও জানান কাফিল উদ্দিন। অপর অভিযুক্ত মফিজ উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণের বিষয়টি আপনার কাছেই শুনলাম। যদি ঘটনার সত্যতা পাওয়া যায়, অবশ্যই ওই জায়গা দখলমুক্ত করা হবে। প্রয়োজনে দখলকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

ক্যাপিটাল সিরাজ ভবনের বেজমেন্টে ছিল সিলিন্ডার ও জেনারেটর-ফায়ার সার্ভিস

বগুড়ায় আ‘লীগ নেতা ডা মিল্লাতকে আটক করে ডিবিতে সোপর্দ করলেন এনসিপি নেতারা

বগুড়ার নন্দীগ্রামে চার কিলোমিটার কাঁচা রাস্তায় ভোগান্তি লাখো মানুষের

‘তুমি রবে নীরবে’ মিউজিক ভিডিওর দৃশ্যে সহশিল্পীর সঙ্গে মৌ

সাবলিা কী পারবনে