ভিডিও সোমবার, ০৭ জুলাই ২০২৫

বগুড়া দুপচাঁচিয়ায় তালোড়া পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবু গ্রেপ্তার

বগুড়া দুপচাঁচিয়ায় তালোড়া পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবু গ্রেপ্তার। প্রতীকী ছবি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ গত শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শ্রমিকদল নেতা আবু রায়হান রাহিম হত্যা মামলার সন্দিহান আসামি তালোড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এএইচ রাশেদুল হক বাবুকে (৩০) গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তালোড়া বাজার এলাকা থেকে তালোড়া বাজারের গোলাম মোস্তফার ছেলে এএইচ রাশেদুল হক বাবুকে গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ রোববার (৯ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃত এএইচ রাশেদুল হক বাবুকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট রোববার বেলা ১১টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা স্থানীয় জে কে কলেজ থেকে মিছিল বের করেন। মিছিলটি বগুড়া-নওগাঁ মহাসড়কের সিও অফিস বাসস্ট্যান্ড সংলগ্ন আওয়ামী লীগ অফিসের সামনে পৌঁছিলে আগে থেকে অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি, রড, দিয়ে মিছিলের ওপর এলোপাথারি হামলা করে। এসময় চকসুখানগাড়ী গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে আবু রায়হান ওরফে রাহিম (২৯) ডান পায়ে কয়েকটি গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন

তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে গত ৯ আগস্ট শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ব্যাপারে তার মা রওশন আরা বেগম বাদি হয়ে উপজেলা আওয়ামী লীগের ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা নির্বাচন চাই সংস্কার ও জুলাই ঘোষণাপত্রসহ-রাজশাহীতে হাসনাত আবদুল্লাহ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭

বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল

ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই: সালাহউদ্দিন

হারুন-বিল্পবের বিরুদ্ধে মামলা করেছি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করুন