ভিডিও শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

ভ্যালেন্টাইনে ‘মন দুয়ারী’তে অন্য এক নীহা’য় মুগ্ধ হবেন দর্শক

ভ্যালেন্টাইনে ‘মন দুয়ারী’তে অন্য এক নীহা’য় মুগ্ধ হবেন দর্শক

অভি মঈনুদ্দীন ঃ খুউব বেশিদিন হয়নি অভিনয়ের দুনিয়ায় তার পথচলা। কিন্তু তিনি যতোগুলো নাটকে অভিনয় করেছেন এখন পর্যন্ত বলা যায় প্রত্যেকটি নাটকে অভিনয়ের জন্যই তিনি বেশ প্রশংসিত হয়েছেন, নাটকগুলোও দর্শকের মধ্যে দারুণ সাড়াও ফেলেছে। তার মিষ্টি হাসি, তার মায়া ভরা চোখ আর নাটকে নাটকে তার দুর্দান্ত অভিনয়ই দর্শককে একের পর এক মুগ্ধ করে চলেছে।

অভিনয় জীবনের শুরুতেই সম্ভাব্য অভিনেত্রী হিসেবে নাজনীন নীহা ‘বাবিসাস’ সম্মাননা লাভ করেছিলেন। আর এরইমধ্যে ২০২৪ সালে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘তখন যখন’ নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মাননায় ভূষিত হন গেলো শনিবার। দিন দিন যেন নাজনীন নীহা’য় দর্শকের প্রত্যাশা ভীষণ বেড়ে যাচ্ছে। তবে এই মুহুর্তে নীহা’কে নিয়ে প্রত্যাশা যেন আরো বেশি তার অভিনীত ‘মন দুয়ারী’ নাটককে ঘিরে।

আসছে ভ্যালেন্টাইন ডে’তে সিএমভি’র ইউটিউবে চ্যানেলে প্রকাশ পেতে যাচ্ছে জাকারিয়া সৌখিন রচিত ও পরিচালিত ভালেন্টাইন ডে’র বিশেষ নাটক ‘মন দুয়ারী’। এতে নীহা অভিনয় করেছেন বাংলাদেশের নাটকপ্রেমী দর্শকের এই সময়ের সবচেয়ে প্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এই নাটকে দর্শক নতুন এক নীহা’কে দেখবেন, জানালেন নীহা নিজেই। নির্মাতা জাকারিয়া সৌখিন তাকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, এই নাটকে অপূর্ব’কেও দর্শক একেবারেই ভিন্নরূপে দেখা যাবে। গল্পটাও চমৎকার, বললেন নীহা। লোকেশন, সিনেমাটোগ্রাফি, শিল্পীদের অভিনয়, গল্প-সবমিলিয়ে আশা করা যাচ্ছে ‘মন দুয়ারী’ হতে যাচ্ছে এবারের ভ্যালেন্টাইন ডে’র সবচেয়ে আলোচিত দর্শকপ্রিয় নাটক। তাই নীহার মনের মধ্যেও এক ধরনের উচ্ছ্বাস আনন্দ কাজ করছে।

আরও পড়ুন

নাজনীন নীহা বলেন,‘ অনেক আগে থেকেই আমি অপূর্ব ভাইয়ের অভিনয়ের একজন ভক্ত। তার অভিনীত নাটকগুলো আমার ভীষণ ভালোলাগতো। তাই যখন থেকে নিয়মিত অভিনয় করা শুরু করি তখন থেকেই স্বপ্ন ছিলো অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয় করার। অবশেষে সৌখিন ভাই এবং সিএমভি আমাকে সেই সুযোগ করে দিয়েছে। যে কারণে আমি বিশেষভাবে কৃতজ্ঞ সৌখিন ভাইয়ার কাছে। কারণ টানা তেরো দিন এই নাটকের শুটিং হয়েছে। অপূর্ব ভাইয়া এবং সৌখিন ভাইয়া আমাকে অভিনয়ের অনেক কিছুই শিখিয়েছেন, অভিনয় আরো ভালো হবার জন্য পূর্ণ সহযোগিতা করেছেন। মন দুয়ারী-সবমিলিয়ে খুউব খুউব ভালো হয়েছে। যে কারণে আমার কাছে মনে হচ্ছে এবারের ভ্যালেন্টাইনে দর্শক মন দুয়ারী’তেই বুঁদ হয়ে থাকবেন।’

এদিকে নীহা এরইমধ্যে মিফতাহ আনানের পরিচালনায় ইয়াশ রোহানের সঙ্গে আরো একটি নাটকের কাজ শেষ করেছেন। এই নাটকটিও শিগিগরই প্রচারে আসবে।’ নীহা অভিনীত সর্বশেষ প্রচারিত আলোচিত নাটক হচ্ছে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘যুগল’ ও রুবেল হাসান পরিচালিত ‘অবুঝ পাখি’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গাদের কথা শুনলেন জাতিসংঘ মহাসচিব

দুর্নীতির দায়ে অ আওয়ামী লীগ নেতার ১১বছরের জেল জরিমানা

রোজা অবস্থায় কি ইনহেলার ব্যবহার করা যাবে?

গ্রিনল্যান্ডের দখল আমাদের লাগবেই: ট্রাম্প

আওয়ামী লীগের বিচারহীনতার সংস্কৃতির রেশে ধর্ষণের মতো অপরাধ ঘটছে: রিজভী

৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ