ভিডিও মঙ্গলবার, ১৩ মে ২০২৫

আসছে জয়ার ‘জিম্মি’

আসছে জয়ার ‘জিম্মি’, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : এই প্রথম জয়া আহসান কোনও ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেন। প্রথমবারের মতো নির্মাতা আশফাক নিপুণের পরিচালনায় এতে অভিনয় করেছেন জয়া আহসান। জয়া আহসান বহু বছর ধরে নাটক-সিনেমার মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন দেশ-বিদেশের দর্শকদের কাছে। তবে ওয়েব সিরিজে তার কাজ করা হয়নি তেমন। 

‘জিম্মি’ সিরিজের কোন বিষয়টি অভিনয়ের জন্য জয়া আহসানকে টেনেছে, এমন প্রশ্নে জয়া বলেন, ‘আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় সবসময় খেয়াল করি। সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। জিম্মি-র ক্ষেত্রে এগুলো সব মন মতো মিলে গিয়েছিল। সেই সাথে আমার ওয়েব সিরিজের শুরুটা করছি হইচই-এর সাথে। মুক্তি পাবে ঈদে, সব মিলিয়ে আমার জন্য বিষয়টা বেশ রোমাঞ্চের।’

আশফাক নিপুণ বলেন, আমি ‘জিম্মি’ নির্মাণের মাধ্যমে নতুন রকমের গল্প বলার চেষ্টা করেছি। এই সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। এইটুক বলতে পারি, দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করবে। জয়া আহসানের সঙ্গে প্রথম কাজ, সেই অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে নিপুণ বলেন, জয়া আহসান দারুণ ও পরীক্ষিত একজন অভিনেত্রী।

আরও পড়ুন

গল্পের প্রয়োজনে আমরা এমন একজন অভিনয়শিল্পী চেয়েছিলাম, যার অভিব্যক্তি ও অভিনয়গুণে চরিত্রটি জীবন্ত হয়ে উঠবে। তিনি আমদের সেই প্রত্যাশা পূরণ করেছেন। এবারের ঈদুল ফিতর উপলক্ষ্যে ২৮ মার্চ ‘জিম্মি’ আসছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে যেন থেমে না যায় স্বপ্ন—শিক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা রবিউল আউয়াল

জবিতে বাজেট ও আবাসন ভাতার দাবিতে শিক্ষার্থীদের গেটলক কর্মসূচি

সাবেক এমপি মমতাজ বেগম গ্রেপ্তার

বগুড়ার সোনাতলায় শতাধিক নলকূপ বিকল মেরামতের উদ্যোগ নেই

দিনাজপুরের বিরলে বন খেজুর গাছের সন্ধান

বগুড়ার ধুনট থানায় অভিযোগ দিতে এসে আওয়ামী লীগ নেতা গ্রেফতার