নানা আলোচনার মাঝে মুখ খুললেন সাইফ

বিনোদন ডেস্ক : গেল ১৬ই জানুয়ারি নিজ বাড়িতে হামলার শিকার হন বলিউড তারকা সাইফ আলী খান। এই ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করেছে পুলিশ। তবে বেশ কিছুদিন থেকে এই ঘটনাকে কেন্দ্র করে নানা মহল থেকে বিভিন্ন মন্তব্য আসছে। কারণ, সে রাতে হামলার ঘটনা নিয়ে নানা কথা বলেছেন সাইফ।
এক মুহূর্তে যে কথা বলছেন, পরমুহূর্তে যেন কথা বদলে ফেলছেন তিনি। আলোচনা-সমালোচনার মাঝে এবার নীবরতা ভাঙলেন অভিনেতা। হামলার রাতে বাড়ি সুরক্ষিত ছিল না, তা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা।
সাইফ বলেন, আমি আমাদের সুরক্ষা কিংবা নিজের সুরক্ষা নিয়ে চিন্তিত নই। আমার কোনও নিরাপত্তারক্ষীরও প্রয়োজন নেই। আমি চারপাশে তিন জন লোক নিয়ে ঘুরতে পছন্দ করি না। আমার মনে হয় না, আমার কোনও ভয় রয়েছে। আমার পরিবারেরও কেউ ক্ষতি করতে চায় না। একটা ভুল হয়েছে।
আরও পড়ুনযদিও এই ঘটনার পর সাইফের বাড়িটিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে । অভিনেতা যে তলায় থাকেন, তার বারান্দায় লোহার গ্রিল লাগানো হয়েছে। এমনকি মূল প্রবেশদ্বারে বায়োমেট্রিকের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে, অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তায় রয়েছে নিরাপত্তা এজেন্সি।
মন্তব্য করুন