বগুড়া মোকামতলা থেকে পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ ৩ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা ডিবি পুলিশের একটি দল আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা থেকে সোনাতলাগামী রাস্তার উপর থেকে একটি দেশিয় পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ ৩ জনকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও ট্রাফিক) সুমন রঞ্জন সরকার।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃতরা হলো গাইবান্ধা সদরের সিদাই এলাকার মোঃ আবদুল গফুরের ছেলে মো. আলমগীর হোসেন (৩৪), একই এলাকার মো. শাহজামালের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৫) এবং সাদুলাহপুর উপজেলার ইউসুবপুরের মো. আবদুল লতিফের ছেলে মো. আহসান হাবিব (৪২) ।
আরও পড়ুনমন্তব্য করুন