রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
আজ বুধবার বিকালে উপজেলার মৌরাট ইউনিয়নের পাংশা-লাঙ্গলবাধ সড়কে রুপিয়াট মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—উপজেলার সরিষা ইউনিয়নের বিলজানিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে শুভ ও একই ইউনিয়নের খান্দুয়া গ্রামের মিলনের ছেলে নিলয়।
আরও পড়ুননিহতের স্বজনদের বরাতে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, বিকালে মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু ঘুরতে বের হয়েছিল। পাংশা থেকে বাড়ি ফেরার পথে মৌরাট ইউনিয়নের পাংশা-লাঙ্গলবাধ সড়কে রুপিয়াট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মাদরাসার বাউন্ডারি ওয়ালে ধাক্কা খায়। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক নিলয় ও শুভকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত রিফাতকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন