ভিডিও মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ফেনীতে আওয়ামী লীগ বিরোধী কফিণ মিছিল

ফেনীতে আওয়ামী লীগ বিরোধী কফিণ মিছিল

নিউজ ডেস্ক:  ফেনীতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির প্রতিনিধিরা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ফেনী শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনার প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এর আগে, শহিদ মিনার চত্বরে নিহত কাশেমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় তারা ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘আওয়ামী লীগের দালালেরা, হুশিয়ার সাবধান’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালোসহ নানা স্লোগান দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবদুল্লাহ আল জোবায়ের বলেন, ‘‘গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কাশেম ভাইকে হত্যা করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’’

আরও পড়ুন


এর আগে, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে গেলে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা হয়। তাদের আটকে রেখে মারধর করা হয়। এতে আহত হন ২০ জন, যার মধ্যে গুরুতর জখম হন আবুল কাশেম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়।


এদিকে, এ ঘটনায় গত শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেছেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি আমজাদ হোসেন মোল্লা, যিনি আওয়ামী লীগের একজন কর্মী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশাচালককে মারধর করায় বিএনপি নেতার পদ স্থগিত

বগুড়ার দুপচাঁচিয়ায় চাঞ্চল্যকর জোড়া হত্যাকান্ডে ও ডাকাতির নেপথ্যে কর্মচারীর হাত!

বগুড়ার ধুনটে নজরুলের সন্দেশে লেগে আছে ৬০ বছরের স্বাদ

খুলনায় সাবেক যুবদল নেতা হত্যায় চরমপন্থীদের সঙ্গে ‘বহিরাগতদের’ যুক্ত থাকার ইঙ্গিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাটকা ইলিশ বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিআরটিএ অফিসে দুদকের অভিযান