ভিডিও মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

ভারত-বাংলাদেশ সীমান্তে ফেনসিডিল ও গরুসহ ৪ চোরাকারবারি আটক

সংগৃহিত,ভারত-বাংলাদেশ সীমান্তে ফেনসিডিল ও গরুসহ ৪ চোরাকারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক :  পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও মালদহ জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ৮৯৭ বোতল নিষিদ্ধ ফেনসিডিল এবং দুটি মহিষসহ চার চোরাকারবারিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিএসএফের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টা নাগাদ ১৪৬তম ব্যাটালিয়নের অধীনে থাকা বর্ডার আউটপোস্ট কাশমহালে প্রথম শিফটে কর্তব্যরত এক বিএসএফ জওয়ান অন্ধকার ও ঘন ঝোপের আড়ালে ৫-৬ জন সন্দেহভাজন ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে কিছু পাচারের চেষ্টা করতে দেখেন।

তিনি তৎক্ষণাৎ টহল ইউনিটকে খবর দেন। বিএসএফ সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে তাদের মধ্যে একজনকে আটক করা হয়। পরে এলাকাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালিয়ে মোট ৮৯৭ বোতল ফেনসিডিলভর্তি পাঁচটি ব্যাগ উদ্ধার করা হয়।


ধৃত চোরাকারবারি জিজ্ঞাসাবাদে অবৈধ পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

আরও পড়ুন

অন্যদিকে, বিএসএফের ৮৮তম ব্যাটালিয়নের পান্নাপুর সীমান্তে বিএসএফের পোশাক পরে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল তিন ভারতীয় গরু পাচারকারি। ঠিক সে সময় সীমান্তরক্ষী বাহিনী তাদের আটক করে।

পাচারকারীদের কাছে ধারালো অস্ত্র (দুটি তরবারি, একটি ছুরি) ও একটি নকল প্লাস্টিকের বন্দুক ছিল। তারা বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করছিল। তাদের কাছ থেকে দুটি মহিষ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি ও জব্দ মালামালগুলো পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে শাজাহানপুরে আলোচনা কেক কর্তন ও দোয়া মাহফিল

শামস করিমের দুই ধারাবাহিকে মোশাররফ করিম-মিম চৌধুরী

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

নিয়মিত একটি লবঙ্গ খেলে শরীরে যে পরিবর্তন ঘটে

রংপুরে ব্যাংক এশিয়ার এসএমই উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা

ইসিতে ৩৩১ পর্যবেক্ষক সংস্থার আবেদন