ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

রংপুরে আ.লীগের দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রংপুরে আওয়ামী লীগের ২ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলাসহ বিভিন্ন অভিযোগে অপারেশনে ডেভিল হান্টের অভিযানে রংপুরে আওয়ামী লীগের দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোত্তালেব হোসেন এবং পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া। এ ছাড়া মিঠাপুকুর উপজেলার বড় মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী রায়হানুল ইয়ামিন ও রংপুর জেলা যুবলীগের সহ-সভাপতি  শফিকুজ্জামান শিপন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার ভিন্নজগত এলাকা থেকে গংগাচড়া মডেল থানা পুলিশ খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তালেব হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মোত্তালেব হোসেন উপজেলার উত্তর খলেয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তার বিরুদ্ধে রংপুর মহানগর পুলিশের কোতয়ালি থানায় দায়ের করা একটি হত্যা মামলা রয়েছে।

একই দিন রাতে পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়াকে এবং মিঠাপুকুরে বড় মির্জাপুর গ্রাম থেকে আওয়ামী লীগের কর্মী রায়হানুল ইয়ামিন গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

এ ছাড়া আজ শুক্রবার ভোররাতে রংপুর মহানগরীর কলেজ রোড লালবাগ এলাকা থেকে জেলা যুবলীগের সহ-সভাপতি শফিকুজ্জামান শিপনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারপিট, ভয়ভীতি দেখানোসহ হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হওয়া আসামিদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম আরও জানান,‘ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু : আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৩৬

ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা-ভাঙচুর, পুলিশকে ধাওয়া

আগস্টে সড়কে নিহত ৪২৮ জন : রোড সেফটি ফাউন্ডেশন

বাগেরহাটে হরতাল প্রত্যাহার, নির্বাচন অফিস ঘেরাওয়ের ঘোষণা

এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়তে হবে : মির্জা ফখরুল  

নেপালে দুদিনেই নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগের দাবি