বান্দরবানের রুমায় বাস চাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক: বান্দরবানে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাসের ধাক্কায় মথি ত্রিপুরা (৯) নামে একজন চতুর্থ শ্রেণির স্কুলছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মথি ত্রিপুরা রুমা সদর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের আনন্দ পাড়ার রুদ্রিয়া ত্রিপুরা ছেলে।
স্থানীয়রা জানান, স্কুল ছুটির পর বাড়ির দিকে যাচ্ছিল মথি ত্রিপুরা। ওই সময় রুমা বাজার থেকে একটি বাস বান্দরবান উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসলে মথি ত্রিপুরাকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে রুমা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনউপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পাপিয়া দাশ জানান, বাস দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দি বলেন, “বাস দুর্ঘটনায় একজন স্কুলছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনার পরপরই বাস ড্রাইভারকে আটক করা হয়েছে।”
মন্তব্য করুন