তিন-চারটে বিয়ে নিয়ে সমাজের চোখরাঙানিতে কিছু আসে-যায় না শ্রাবন্তীর
_original_1739959805.jpg)
বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী শ্রাবন্তীর অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চা হয়। দর্শকরা তার বিয়ে বিচ্ছেদ ও নতুন প্রেম নিয়ে বেশি আগ্রহী। এতে অবশ্য যায় আসে না এই নায়িকার।
সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শ্রাবন্তী। সেখানে ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেন। শ্রাবন্তী তার জীবন নিয়ে বলন, তিনি নিজের দায়িত্বে শক্ত হয়ে থাকেন এবং পরিবার, কাজ, ও সন্তানদের প্রতি দায়বদ্ধতা অনুভব করেন।
তিনি তার জীবনের জন্য কৃতজ্ঞ এবং মনে করেন যে, নিজের পছন্দে জীবন কাটানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও মাঝে মাঝে তিনি অনুভূতিপ্রবণ হয়ে ভেঙে পড়েন, তবে সেগুলি কাছের মানুষের সামনে প্রকাশ করে পরে নিজেকে সামলে নেন।
প্রেম ও সম্পর্কের বিষয়ে তিনি বলেন, যে প্রেমে তো থাকিই। কিন্তু সমস্যাটা হচ্ছে ভবিষ্যৎ ভাবতে শুরু করে দেয় সকলে। আমার একটু সময় লাগে সব কিছুতে। প্রত্যেকের বাঁচার অধিকার রয়েছে।
সে কিসে ভালো থাকবে, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। তা না, তিন-চারটে বিয়ে, সমাজের কত চোখরাঙানি! আমার কিচ্ছু এসে-যায় না!শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ১৯৯৭ সালে স্বপন সাহা পরিচালিত ‘মায়ার বাঁধন’ চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু করেন।
মন্তব্য করুন