ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

বগুড়ায় এক যুগ আগে চুরি যাওয়া সন্তান ফিরে পেতে মায়ের মানববন্ধন

বগুড়ায় এক যুগ আগে চুরি যাওয়া সন্তান ফিরে পেতে মায়ের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : বগুড়ায় এক যুগ আগে চুরি হওয়া সন্তানকে ফিরে পেতে মানববন্ধন করেছেন মা তাজমিনা আক্তার। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি)  শহরের সাতমাথায় এই মানববন্ধন করেন তিনি।

তাজমিনা আক্তারের অভিযোগ, ২০১২ সালে প্রতারণার মাধ্যমে তার সন্তানকে চুরি করা হয়। দীর্ঘ ১২ বছর ধরে তিনি আইনি লড়াই চালিয়ে গেলেও সন্তানের ওপর তার পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করতে পারেননি। ২০২৪ সালের ৩১ অক্টোবর বগুড়া জেলা পরিষদের সামনে থেকে তিনি তার চুরি যাওয়া সন্তানকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। তবে এক সপ্তাহ পর প্রতিপক্ষের চক্রান্তে পুলিশ তাকে আটক করে এবং তার সন্তানকে আবারও প্রতিপক্ষের হাতে তুলে দেয়।

তাজমিনা আক্তার জানান, বগুড়া সদর থানার পুলিশ তাকে থানায় নিয়ে গিয়ে মানসিক ও শারীরিক নির্যাতন করে। পরদিন আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানো হয়। তিনি দীর্ঘ ১৫ দিন কারাগারে থাকার পর ১৩ নভেম্বর বগুড়া জেলা দায়রা জজ আদালতে ডিএনএ রিপোর্ট উপস্থাপন করলে আদালত তাকে জামিন দেন এবং সন্তানের বিষয়ে ইতিবাচক রায় দেন। তবে মামলার আসামিরা এখনো জামিনে মুক্ত এবং বিভিন্নভাবে তাকে ও তার আইনজীবীকে হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

মানববন্ধনে তাজমিনা আক্তার বলেন, তার দায়ের করা মামলা থেকে আসামিরা রেহাই পেতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এমনকি তার সন্তানসহ তারা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও করছে। মুঠোফোনে হুমকি দিয়ে বলা হচ্ছে, বেশি বাড়াবাড়ি করলে প্রাণনাশের শিকার হতে পারেন। তিনি প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন জানিয়ে বলেন, তার সন্তান চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তি প্রদান এবং ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের কাছে দ্রুত ন্যায়বিচারের দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐকমত্য কমিশন-এনসিপি  বৈঠক শুরু

বৃষ্টিতে ভিজলো হায়দরাবাদের স্বপ্ন

দেশে ফিরেছেন খালেদা জিয়া

গলায় ‘লিচুর বিচি’ আটকে শিশুর মৃত্যু 

খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রের উত্তরণ সহজ করবে: মির্জা ফখরুল

গুলশানের ‘ফিরোজা’র নিরাপত্তায় সেনাবাহিনী, নেতা-কর্মীদের ঢল