বগুড়ার শেরপুরে বিদ্যুতায়িত হয়ে ৩ জন গুরুতর আহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে নির্মাণাধীন বিল্ডিংয়ে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রি ও দুই শ্রমিকসহ ৩জন আহত হয়েছে। এর মধ্যে সোহান নামের এক শ্রমিকের অবস্থা আশংকাজনক। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের বাসস্ট্যান্ড রামচন্দ্রপুর পাড়া (আমতলা) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
আহতরা হলেন, কুসুম্বি ইউনিয়নের চকপাথালিয়া এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে রাজমিস্ত্রি আবু তালেব (৪৫), গাড়িদহ ইউনিয়নের ছোট ফুলবাড়ি এলাকার মৃত নূর মোহম্মাদের ছেলে শ্রমিক সোহান (১৯) ও ফরহাদ হোসেন (৪০)।
স্থানীয় দোকানদার আব্দুর রউফ রাফি জানান, সকাল থেকে রামচন্দ্রপুর পাড়ায় নির্মানাধীন বিল্ডিং বাড়িতে রাজ মিস্ত্রির কাজ করছিল তারা। দুপুর দেড়টার দিকে একটি বিকট শব্দ হয়। শব্দ শুনে এসে দেখি ৩৩ কেভি তারের সঙ্গে সোহান ঝুলছিল। পড়ে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে লাইন বন্ধ করে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আরও পড়ুনসেখানে সোহান ও আবু তালেবের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় আহত সোহানের ভাই ফেরদৌস জানান, সোহানের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যাওয়ায় শজিমেক হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য করুন