বগুড়ার সারিয়াকান্দিতে বড় ভাইয়ের মৃত্যু সংবাদে ছোট ভাইয়ের মৃত্যু

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দিতে বড় ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ ছাগলধরা গ্রামে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটেছে। বড়ভাইয়ের মৃত্যুর ৩ ঘণ্টা পর মারা যান ছোটভাই। পরে তাদের একইসাথে জানাজা শেষে একই স্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ দিন আগে ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ ছাগলধরা গ্রামের মৃত মীর বক্স প্রামানিকের ছোট ছেলে বুদে প্রামানিক (৭০) হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে সারিয়াকান্দি থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। বুদে প্রামানিক একজন দিনমজুর ছিলেন।
ছোট ভাই অসুস্থ হওয়ায় তার চিন্তায় বড়ভাই মোগলা প্রামানিক (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মোগলা প্রামানিকও পেশায় একজন দিনমজুর ছিলেন। এদিকে বড়ভাইয়ের মৃত্যু সংবাদে হৃদরোগে আক্রান্ত হয়ে ছোটভাই বুদে প্রামানিকও একই দিন দুপুর দেড়টার দিকে মৃত্যুবরণ করেন। পরে একই সাথে আজ শনিবার বাদ মাগরিব একই সময়ে দু-ভাইয়ের জানাযার নামাজ শেষে তাদের একই সাথে পাশাপাশি দাফন করা হয়েছে।
আরও পড়ুনবড়ভাই মোগলা প্রামানিকের ছেলে কামাল প্রামানিক বলেন, গতকাল শুক্রবার আমার বাবা বারবার বলছিল "আমার ছোটভাই কিভাবে আমার আগে হার্ট অ্যাটাক করলো, আমরা তো একসাথে মরবো"। এরপর আজ শনিবার সকালে বাবা মারা গেলো। দুপুরেই আবার চাচা মারা গেলেন।
বিষয়ট নিশ্চিত করে ফুলবাড়ী ইউপির সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য মুকুল মিয়া বলেন, ২ ভাইয়ের একসাথে মৃত্যুর ঘটনায় আমরা গ্রামবাসী সবাই মর্মাহত। তাদের একসাথে জানাজা শেষে একই স্থানের পাশাপাশি কবরস্থ করা হয়েছে।
মন্তব্য করুন