ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

সাভারে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ মা-বাবা-মেয়ে

সাভারে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ মা-বাবা-মেয়ে, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : ঢাকার সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে শিশুসহ তার মা-বাবা দগ্ধ হয়েছেন। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে দুর্গাপুর চালাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে তাদের ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে নেওয়া হয়। দগ্ধ ব্যক্তিরা হলেন মো. জাহাঙ্গীর (৩২), তার স্ত্রী বিউটি বেগম (২৮) এবং এই দম্পতির মেয়ে তোহা (৫)। জাহাঙ্গীর ওষুধ কারখানায় এবং বিউটি চামড়াজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কাজ করেন।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, আগুনে জাহাঙ্গীরের শরীরের ৯২ শতাংশ, বিউটির ৩৩ শতাংশ ও তোহার ৮০ শতাংশ পুড়ে গেছে।

আশুলিয়ার দুর্গাপুর চালাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন জাহাঙ্গীর আলম ও বিউটি বেগম দম্পতি। গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে রান্না করতেন তারা। আজ সকাল সাড়ে ৬টার দিকে গ্যাসের সিলিন্ডার নিয়ে ঘরের বাইরে আসেন জাহাঙ্গীর। তার শরীরে আগুন জ্বলছিল। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং তার শরীর ও ঘরের আগুন নিভিয়ে ফেলেন। আগুনে বিউটি বেগম ও তোহা দগ্ধ হয়। প্রতিবেশীরা তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে তাদের ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে নেওয়া হয়।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২শ’ কিলোমিটার পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন তেহরানের

হেসেখেলে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

উর্দুতে পাকিস্তানে মুক্তি পাচ্ছে সিয়ামের ‘জংলি’

গুরুত্বপূর্ণ সময়ে পাকিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

‘আমি সচেতনভাবে অরাজনৈতিক মানুষ, অভিনয় ছাড়া কিছুই করি না’

 প্রেমের মাঠে সফল নেইমার, অপেক্ষায় চতুর্থ সন্তানের