আরডিএ বগুড়ার সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালকের বিরুদ্ধে দুদক’র মামলা

কোর্ট রিপোর্টার : সম্পদ অর্জনের তথ্য গোপনসহ জ্ঞাত আয় বহির্ভুত ১৯ লাখ ৬৫ হাজার ৬৬০ টাকার সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এর ভারপ্রাপ্ত মহাপরিচালক এমএ মতিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া জেলা কার্যালয়ে মামলা করা হয়েছে।
এমএ মতিন বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার নতুন বাজারের মৃত আব্দুল হালিমের ছেলে। দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় বগুড়ার সহকারী পরিচালক মো. জাহিদুল ইসলাম বাদি হয়ে বগুড়া জেলা কার্যালয়ে এই মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশে এমএ মতিনের সম্পদ বিবরণী দাখিলের জন্য আদেশ জারি করা হলে তিনি গত ২০১৯ সালের ১১ এপ্রিল সম্পদ ফরম পূরণ করে দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ে দাখিল করেন।
আরও পড়ুনতার সম্পদ বিবরণী দুদক অনুসন্ধান করে তথ্য গোপনসহ ১৯ লাখ ৬৫ হাজার ৬৬০ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভুত সম্পদ অর্জন করে নিজ দখলে রেখে অপরাধ করেছেন মর্মে অভিযোগে উল্লেখ করা হয়। দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় গত গত ২৬ জানুয়ারি তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করার অনুমোদন করে মর্মে অভিযোগে উল্লেখ করা হয়।
মন্তব্য করুন